শিরোনাম:

একটি দল জুলাই সনদে স্বাক্ষরের সুযোগ খুঁজছে : সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৩ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৬:১২
photo

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষরের সুযোগ খুঁজছে। তিনি বলেন, তাদের কিছু দাবি রয়েছে এবং তারা বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে সনদ বাস্তবায়নের কথা বলেছে। তবে সংবিধান অনুযায়ী সরকারের এখানে এই ধরনের আদেশ জারির কোনো অধিকার নেই; এটি কেবল রাষ্ট্রপতির এখতিয়ার।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ‘২৪ জুলাই গণ-অভ্যুত্থান: তারুণ্যের ভাবনায় শিক্ষা ও কর্মসংস্থান’ শীর্ষক আলোচনায় তিনি বলেন, প্রধান উপদেষ্টাকে সাংবিধানিক আদেশ জারির করার প্রস্তাব দেওয়া আবেগতাড়িত। সরকার শুধুমাত্র প্রজ্ঞাপন জারি করতে পারে, রাষ্ট্র আবেগের ওপর চলে না। তবুও এই প্রস্তাবকে বিএনপি স্বাগত জানিয়েছে।

তিনি আরও বলেন, জাতীয় স্বার্থের প্রশ্নে দলীয় স্বার্থ প্রাধান্য পাওয়া উচিত নয়। নির্বাচনের দিনে গণভোট আয়োজনের প্রস্তাব বিএনপিই দিয়েছে। যদিও তর্ক-বিতর্ক হতে পারে, তবু জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের পর জনগণের মতামত গ্রহণের মাধ্যমে এর বাস্তবায়ন নিশ্চিত হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, সাংবিধানিক আদেশ জারি করার এখতিয়ার সরকারের নেই। জুলাই সনদ নিয়ে ভবিষ্যতে কোনো প্রশ্ন উঠতে পারে বা আদালতের পথে যেতে হতে পারে, এমন কোনো আদেশ জারি না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

তিনি আরও বলেন, জনগণ যদি রায় দেয়, তাহলে তা কাগুজে আদেশ হবে; প্রজ্ঞাপনকে খুব বেশি গুরুত্ব দিতে হবে না। এছাড়া তিনি উল্লেখ করেন, শুধু প্রশাসনিক সংস্কার নয়, মানসিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনও জরুরি, কারণ অন্যথায় সংস্কারকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব হবে না।

শেয়ার করুন