“শান্তি, স্থিতিশীলতা ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হোন”—এই আহ্বানকে সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ে জাকের পার্টির উদ্যোগে এক বর্ণাঢ্য জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। হলদিয়া ইউনিয়ন জাকের পার্টি ও সহযোগী সংগঠনগুলোর আয়োজনে হলদিয়া বাজারের বিক্রমপুর প্রেসক্লাব প্রাঙ্গণে এ জনসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাকের পার্টি ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও লৌহজং উপজেলা জাকের পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফিক। সঞ্চালনা করেন মুন্সীগঞ্জ জেলা ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম ফয়সাল ও হলদিয়া ইউনিয়ন জাকের পার্টির সাধারণ সম্পাদক মো. মোফাছেল সিকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনের জাকের পার্টির সম্ভাব্য প্রার্থী হাজী মোহাম্মদ জাকির হোসেন জামি। বিশেষ অতিথি ছিলেন লৌহজং উপজেলা জাকের পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী গোলাম মাওলা রতন, ঢাকা মহানগর (দক্ষিণ) খিলগাঁও থানা জাকের পার্টির সাধারণ সম্পাদক ও উপজেলা শাখার সহসভাপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেন খান লিটু, উপজেলা সাংগঠনিক সম্পাদক দেওয়ান মোহাম্মদ আমির হোসেন, ছাত্র ফ্রন্টের সমাজকল্যাণ সম্পাদক দেওয়ান মোহাম্মদ নাঈমুর রহমান, ও মহিলা ফ্রন্টের নেত্রী মোসাম্মত রিনা ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, “ইসলাম শান্তি, ভালোবাসা, সহমর্মিতা ও সম্প্রীতির ধর্ম।” ওলী-আউলিয়াদের আদর্শ অনুসরণ করে জাকের পার্টি সবসময় মানবিক ও অন্তর্ভুক্তিমূলক ইসলামের প্রচারে কাজ করছে। তারা আরও বলেন, প্রতিহিংসা ও বিভেদের রাজনীতি থেকে জাতিকে মুক্ত করে শান্তি ও স্থিতিশীলতার পথে এগিয়ে যেতে হবে। সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি মেদিনীমন্ডল ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে এসে তোবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।