শিরোনাম:

দুদকের মামলায় খালাস পেলেন বিএনপি নেতা গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৬ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৫:২৪
photo

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রোববার (৫ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক কামরুল হাসান খান এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন গয়েশ্বর চন্দ্র রায়ের আইনজীবী বোরহান উদ্দিন।

 

আইনজীবী বোরহান উদ্দিন জানান, ১৬ বছর আগে দায়ের করা মামলায় গয়েশ্বর চন্দ্র রায়কে খালাস দিয়েছেন আদালত। ২০০৯ সালের ৫ জানুয়ারি দুদক গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে মামলাটি দায়ের করে। মামলায় অভিযোগ আনা হয়, রাজধানীর রায়েরবাজারে তাঁর একটি ছয়তলা ভবন এবং কেরানীগঞ্জে আরেকটি বাড়ি রয়েছে। বাড়ি দুটির নির্মাণ ব্যয় হিসেবে গয়েশ্বর রায় উল্লেখ করেন ১৫ লাখ ৪ হাজার টাকা, কিন্তু তদন্তে গণপূর্ত মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ব্যয় দাঁড়ায় ২৫ লাখ টাকার বেশি। পরবর্তীতে মামলাটির তদন্ত শেষে ২০০৯ সালের ৫ জুলাই অভিযোগপত্র দাখিল করে দুদক। এরপর ২০১০ সালের ৪ ফেব্রুয়ারি আদালত তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। রাষ্ট্রপক্ষ থেকে মামলায় মোট ২৯ জন সাক্ষী আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আজ আদালত গয়েশ্বর চন্দ্র রায়কে অভিযোগ থেকে খালাস দেন।

শেয়ার করুন