অফিস ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে সাবেক মেয়র হাক্কানির ছোট ভাই এবং উপজেলার যুবলীগ নেতা মির্জা আজমকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে কসবা রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, মির্জা আজম উপকূল এক্সপ্রেস ট্রেনে ঢাকা যাওয়ার সময় কসবা রেলস্টেশনে অবস্থানকালে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে।
কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের জানান, মির্জা আজমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তাকে ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে আটক করা হয়েছে।