শিরোনাম:

সুনামগঞ্জে কারা নির্যাতিত জুলাই যোদ্ধা শওকতের গণসংযোগ ও লিফলেট বিতরণ

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২২ সেপ্টেম্বার ২০২৫ | সময়ঃ ০২:৪৫
photo

 

আল হেলাল, সুনামগঞ্জ প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ সদর-৪ আসনে বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী, কারা নির্যাতিত জুলাই যোদ্ধা আবুল মনসুর শওকতের উদ্যোগে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দিনব্যাপী বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট, পলাশ, ধনপুর ও সলুকাবাদ ইউনিয়নের ২০টি হাটবাজারে গণসংযোগের পাশাপাশি ১০ হাজার লিফলেট বিতরণ করেন তিনি।

পরে সন্ধ্যায় উপজেলার পলাশ বাজারে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা যুবদল-ছাত্রদলের সাবেক সভাপতি জননেতা আবুল মনসুর শওকত। বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের সাবেক হুইপ এডভোকেট ফজলুল হক আছপিয়ার একান্ত সহকারী সচিব আতাউর রহমান।

পলাশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুছ ছোবহানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন—

এডভোকেট কামাল হোসেন, আহবায়ক কমিটির সদস্য, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম

আব্দুল কদ্দুছ, সাবেক সহ-সভাপতি, উপজেলা বিএনপি

আব্দুল হালিম, সাবেক আইন বিষয়ক সম্পাদক

আব্দুল লতিফ, জেলা যুবদল নেতা

জাহাঙ্গীর আলম, সদস্য সচিব, উপজেলা যুবদল

মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক, স্বেচ্ছাসেবক দল

আশরাফুল আলম, যুবদল নেতা

কোহিনূর আলম, সদস্য সচিব, উপজেলা ছাত্রদল

আলী আহমদ, সাবেক আহবায়ক, যুবদল

জাকির হোসেন, সভাপতি, পলাশ ইউনিয়ন যুবদল

মিনারুল হক, সাধারণ সম্পাদক, গৌরারং ইউনিয়ন বিএনপি

হেলাল মিয়া, মজিবুর রহমান, জমির হোসেন ও নিজাম উদ্দিন সরকারসহ অন্যরা।

বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে যোগ্য, সৎ ও ত্যাগী প্রার্থীকে নির্বাচিত করতে হবে। তারা অভিযোগ করেন, সময়ের ব্যবধানে অনেকেই বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজী, সন্ত্রাস ও বাণিজ্যিক রাজনীতিতে জড়িয়ে পড়েছেন। তৃণমূলের নিবেদিতপ্রাণ, পরীক্ষিত নেতাকর্মীদের মনোনয়ন দেওয়ার দাবি জানান বক্তারা।

তারা আরও বলেন, আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের সৈনিক আবুল মনসুর শওকত রাজপথের আন্দোলনে বারবার গ্রেফতার হয়ে কারা নির্যাতন ভোগ করেছেন। সর্বশেষ গত ৪ আগস্ট আন্দোলনে গ্রেফতার হয়ে কারাবরণ করেন তিনি। তার দীর্ঘ রাজনৈতিক ত্যাগ-সংগ্রাম বিবেচনা করে সুনামগঞ্জ সদর-৪ আসনে দলীয় মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান বক্তারা।

শেয়ার করুন