শিরোনাম:

লৌহজংয়ে বিএনপির নির্বাচনী সমাবেশ

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬ | সময়ঃ ০৮:১০
photo

 মুন্সীগঞ্জের লৌহজংয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জ-২ (লৌহজং ও টঙ্গীবাড়ী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) বিকেল ৫টায় উপজেলার কলমা ইউনিয়ন বিএনপির আয়োজনে কলমা বাজার সংলগ্ন মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ দুই আসেন মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ৷

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, 
কেন্দ্রীয় বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক এম এ মালেক, কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারন সম্পাদক মাসুদ খান পারভেজ,জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য এম শুভ আহমেদ৷ কলমা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব কে এম রিয়াজুল ইসলাম তুহিনের সভাপতিত্বে সমাবেশে উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন৷

এসময় বক্তারা ধানের শীষ মার্কার ভোট দিয়ে বিএনপি প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান৷

শেয়ার করুন