অফিস ডেস্ক
মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), মুন্সীগঞ্জের একটি চৌকস দল পদ্মা সেতু (উত্তর) ও শ্রীনগর থানা এলাকায় অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন ডাকাতকে গ্রেপ্তার করেছে। অভিযানে একটি মাইক্রোবাসসহ ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
ডিবির পুলিশ পরিদর্শক মো. মহিদুল ইসলাম এবং এসআই (নিরস্ত্র) আবুল কালাম আজাদের নেতৃত্বে পরিচালিত অভিযানে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ১১টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি সিলভার রঙের হাইয়েস মাইক্রোবাসযোগে কয়েকজন ব্যক্তি শ্রীনগর থানা এলাকা থেকে মাওয়া টোল প্লাজার দিকে আসছে। তারা ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে আইনশৃঙ্খলা বাহিনীর ছদ্মবেশে ডাকাতির পরিকল্পনা করছিল।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবির দল পদ্মা সেতুর উত্তর প্রান্তের টোল প্লাজায় চেকপোস্ট স্থাপন করে। দুপুর ১২টা ২০ মিনিটে টোল প্লাজার ৪ নম্বর লেন দিয়ে একটি সন্দেহজনক সিলভার রঙের হাইয়েস মাইক্রোবাস দ্রুতগতিতে পার হওয়ার চেষ্টা করলে সেটি থামানো হয়। এ সময় গাড়ির ভেতরে থাকা এক ব্যক্তি হাতে থাকা ওয়াকিটকি সেট দেখিয়ে নিজেকে ডিবি পুলিশের কর্মকর্তা পরিচয় দেয়। ডিবি সদস্যরা বিষয়টি চ্যালেঞ্জ করলে আসামিরা আতঙ্কিত হয়ে গাড়ির দুই পাশের গ্লাস ভেঙে পালানোর চেষ্টা করে। তবে ডিবির সদস্যরা গাড়ির চালকসহ ৬ জনকে আটক করতে সক্ষম হন।
পরবর্তীতে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করে, তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর সরঞ্জাম ব্যবহার করে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েসহ আশপাশের এলাকায় ডাকাতি করে আসছিল। তারা বিশেষ করে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে চলাচলকারী যাত্রীবাহী বাস টার্গেট করে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে বাস থামাতো, অভিযান পরিচালনার নামে যাত্রীদের নামিয়ে মারধর করে টাকা-পয়সা ও স্বর্ণালংকার লুট করে সুবিধাজনক স্থানে ফেলে দিত।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পদ্মা সেতু (উত্তর) থানায় মামলা নং–০৬, তারিখ ২৪/০১/২০২৫ খ্রিস্টাব্দ, ধারা ১৭০/১৭১/৩৯৯/৪০২ দণ্ডবিধিতে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে একজন চাকরিচ্যুত পুলিশ সদস্য, একজন বরখাস্তকৃত পুলিশ সদস্য এবং একজন চাকরিচ্যুত সেনা সদস্য রয়েছে। তাদের বিরুদ্ধে পূর্বেও একই ধরনের অপরাধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
অভিযানে উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে একটি সিলভার রঙের পুরাতন হাইয়েস মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-১৬-২৯২৯), একটি কালো রঙের ওয়াকিটকি সেট, একটি খেলনা পিস্তল, একটি স্টিলের হ্যান্ডকাপ, ডিবি পুলিশের লোগো সংবলিত চারটি কটি, একটি ইলেকট্রিক শক মেশিন এবং একটি চায়না লেজার লাইট।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।