শিরোনাম:

মুন্সিগঞ্জে ক্লু-লেস ডাকাতি মামলার রহস্য উদ্ঘাটনে শ্রেষ্ঠ তদন্তকারী হিসেবে সম্মানিত এসআই আজাদ

নিজস্ব প্রতিবেদক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬ | সময়ঃ ০৪:২৬
photo

মুন্সিগঞ্জ জেলার একটি আলোচিত ক্লু-লেস ডাকাতি মামলার রহস্য দ্রুত উদ্ঘাটন, সংঘবদ্ধ ডাকাত চক্র গ্রেপ্তার এবং বিপুল পরিমাণ লুণ্ঠিত মালামাল উদ্ধার করার গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে জেলা শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা হিসেবে সম্মাননা পেয়েছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর এসআই (নিঃ) আবুল কালাম আজাদ।

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি জানান, গজারিয়া থানা এলাকায় ২০২৫ সালের ডিসেম্বর মাসে সংঘটিত একটি ক্লু-লেস ডাকাতি মামলার তদন্তে নেতৃত্ব দিয়ে এসআই আবুল কালাম আজাদ স্বল্প সময়ের মধ্যেই মামলার রহস্য উদ্ঘাটন করেন। অভিযানে সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয় এবং লুণ্ঠিত ৯৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১৩ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা সম্ভব হয়। এই সাফল্যের জন্য তাকে মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ক্লু-লেস মামলার তদন্তকারী হিসেবে নির্বাচিত করা হয়।

 

রোববার (১২ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় মুন্সিগঞ্জ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করা হয়। সভার সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ জেলার সুযোগ্য ও মানবিক পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম। তিনি এসআই আবুল কালাম আজাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। একই সঙ্গে চৌকস পদ্মা সেতু উত্তর ডিবি টিমকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. ফিরোজ কবির, জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো. মহিদুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বক্তারা ক্লু-লেস ডাকাতি মামলার সফল তদন্ত, অভিযানের সাহসিকতা এবং পেশাদারিত্বের প্রশংসা করেন।

 

পুলিশ কর্মকর্তারা জানান, জেলা পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)-এর সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানে এসআই আবুল কালাম আজাদ ও তার টিম পেশাদারিত্ব, নিষ্ঠা এবং মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। জেলা পুলিশের মতে, এই সম্মাননা অন্যান্য তদন্তকারী কর্মকর্তাদের জন্যও অনুপ্রেরণা হয়ে কাজ করবে।

শেয়ার করুন