শিরোনাম:

হিন্দিকে ভারতের ‘জাতীয় ভাষা’ বলায় বিতর্কে সাবেক কোচ সঞ্জয় বাঙ্গার

স্পোর্টস ডেস্ক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬ | সময়ঃ ১১:১৭
photo

ভারত–নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের লাইভ ধারাভাষ্যে হিন্দিকে ভারতের ‘জাতীয় ভাষা’ বলে উল্লেখ করায় তীব্র বিতর্কের মুখে পড়েছেন ভারতের সাবেক কোচ ও ক্রিকেট বিশ্লেষক সঞ্জয় বাঙ্গার। ভাদোদরায় অনুষ্ঠিত ম্যাচের ধারাভাষ্য দেওয়ার সময় তিনি মন্তব্য করেন, দক্ষিণ ভারতের মানুষ আঞ্চলিক ভাষাকে বেশি গুরুত্ব দিলেও হিন্দিই ভারতের জাতীয় ভাষা। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং সমালোচনার ঝড় ওঠে। অনেকেই স্মরণ করিয়ে দেন, ভারতীয় সংবিধান অনুযায়ী দেশের কোনো জাতীয় ভাষা নেই; বরং হিন্দি ও ইংরেজি কেন্দ্রীয় সরকারের দাপ্তরিক ভাষা হিসেবে ব্যবহৃত হয়। ফলে বাঙ্গারের মন্তব্যকে সাংবিধানিকভাবে ভুল এবং ভাষাগতভাবে অসংবেদনশীল বলে আখ্যা দেন সমালোচকরা। ধারাভাষ্যের এক পর্যায়ে সাবেক পেসার বরুণ অ্যারনের সঙ্গে ভাষা প্রসঙ্গে মজার ছলে কথোপকথনের সময় বাঙ্গার আবারও ‘জাতীয় ভাষা’ শব্দটি ব্যবহার করেন এবং জানান, তিনি ওই ভাষাতেই বেশি বিশ্বাসী। এই পুনরুক্তিই বিতর্ককে আরও তীব্র করে তোলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অনুষ্ঠানের উপস্থাপক জতিন সাপ্রু দ্রুত হস্তক্ষেপ করেন এবং আলোচনাটি অন্যদিকে মোড় নেয়। তবে ধারাভাষ্য থেমে গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক থামেনি। এই ঘটনা আবারও ভারতের ভাষাগত বৈচিত্র্য ও সংবিধানগত বাস্তবতার দিকে দৃষ্টি আকর্ষণ করেছে। বিশ্লেষকদের মতে, বহুভাষিক একটি দেশে ভাষা নিয়ে সামান্য অসতর্ক মন্তব্যও বড় ধরনের সামাজিক ও রাজনৈতিক বিতর্কের জন্ম দিতে পারে।

শেয়ার করুন