শিরোনাম:

মুন্সিগঞ্জের আলদি বাজারে মানহীন মিষ্টি বিক্রি করায় রুমা সুইটমিটকে ২০ হাজার টাকা জরিমানা।

নিজস্ব প্রতিবেদক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬ | সময়ঃ ০৪:২৪
photo

মুন্সিগঞ্জের আলদি বাজারে অবস্থিত রুমা সুইটমিটে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ২০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে। সোমবার পরিচালিত এক অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানটি পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সিগঞ্জের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। অভিযানের সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পণ্যের মান, স্বাস্থ্যবিধি ও ভোক্তাদের অধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয়। এ সময় দেখা যায় মিষ্টি তৈরির কারখানায় অপরিচ্ছন্ন নোংরা পরিবেশে কোন প্রকার স্বাস্থবিধি না মেনে বিভিন্ন ধরনের মানহীন  মিষ্টান্ন তৈরি করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটিকে অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন মুহাম্মদ জামাল উদ্দিন মোল্লা, জেলা স্যানিটারী ইন্সপেক্টর, সিভিল সার্জন অফিস, মুন্সিগঞ্জ এবং স্যানিটারী ইন্সপেক্টর, টঙ্গীবাড়ি, মুন্সিগঞ্জ। তারা স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণ ও জনস্বাস্থ্যের ঝুঁকি সম্পর্কে ব্যবসায়ীদের সতর্ক করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে এবং কোনো অনিয়মের বিষয়ে ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

শেয়ার করুন