শিরোনাম:

ফরিদগঞ্জে পারিবারিক বিরোধে মিথ্যা অভিযোগের অভিযোগ, এলাকায় উত্তেজনা

মোঃ কামরুল ইসলাম, চাদঁপুর প্রতিনিধি:
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬ | সময়ঃ ০৫:২৩
photo

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১২নং চর দুঃখিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বিশকাটালী গ্রামে প্রবাসী দুই ভাইয়ের পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মিথ্যা অভিযোগ দায়েরের ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা ও অস্থিরতা দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, কাতার প্রবাসী মানিকুর রহমান মানিকের বিরুদ্ধে তার ছোট ভাই কাতার প্রবাসী জসিম উদ্দিনের ইঙ্গিতে বড় বোন শান্তা বেগম ফরিদগঞ্জ থানায় একটি বানোয়াট লিখিত অভিযোগ করেছেন।

স্থানীয় সূত্র জানায়, তুচ্ছ পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। বিষয়টি সমাধানের লক্ষ্যে মানিকুর রহমান স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করেন এবং নিজে দেশে এসে সমঝোতার চেষ্টা করেন। তবে ছোট ভাই জসিম দেশে না এসে তার পক্ষ হয়ে বড় বোনকে দিয়ে থানায় অভিযোগ করান বলে অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, পারিবারিক সমস্যা আলোচনার মাধ্যমে মীমাংসার সুযোগ থাকলেও জসিম উদ্দিন কোনো সমঝোতায় আগ্রহ দেখাননি। মা জয়তুন নেছা বলেন, কুপরামর্শের কারণে দুই ছেলের মধ্যে এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং তিনি দ্রুত মিটমাটের আহ্বান জানান।

অভিযোগ প্রসঙ্গে কাতার প্রবাসী মানিকুর রহমান বলেন, পরিবারের প্রতিষ্ঠা ও বসতবাড়ি নির্মাণে তিনি বিপুল অর্থ ব্যয় করেছেন, অথচ এখন তার অংশ নিয়ে বিরোধ সৃষ্টি করা হচ্ছে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

শেয়ার করুন