শিরোনাম:

সব ধরনের প্রফেশনাল ক্রিকেট থেকে অবসর নিলেন শফিউল ইসলাম

স্পোর্টস ডেস্ক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬ | সময়ঃ ০২:৪১
photo

দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকলেও নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলে আসা পেসার শফিউল ইসলাম সব ধরনের প্রফেশনাল ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। রোববার (৪ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক আইডিতে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

ফেসবুক পোস্টে শফিউল ইসলাম লেখেন, আজ তার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন এবং তিনি আজ থেকেই সব ধরনের প্রফেশনাল ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন। বাংলাদেশের লাল-সবুজ জার্সি গায়ে জড়াতে পারা তার জীবনের সবচেয়ে বড় গর্বের বিষয় ছিল বলেও উল্লেখ করেন তিনি।

দীর্ঘ ক্রিকেটীয় পথচলায় পাশে থাকার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), সতীর্থ, কোচ এবং অসংখ্য ভক্ত-শুভাকাঙ্ক্ষীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান শফিউল। তিনি বলেন, সবার দোয়া ও ভালোবাসা ছাড়া এই পর্যায়ে আসা সম্ভব হতো না।

এ ছাড়া ক্যারিয়ারে চলার পথে অনিচ্ছাকৃতভাবে কারও মনে কষ্ট দিয়ে থাকলে তার জন্য ক্ষমা চান এই অভিজ্ঞ পেসার। নতুন জীবনে প্রবেশের প্রাক্কালে নিজের ও পরিবারের জন্য দোয়া কামনা করে তিনি বলেন, ক্রিকেটের সঙ্গে ছিলেন এবং ভবিষ্যতেও ক্রিকেটের সঙ্গেই থাকবেন।

উল্লেখ্য, শফিউল ইসলামের পেশাদার ক্রিকেট ক্যারিয়ার শুরু হয় ২০০৭ সালে একটি লিস্ট ‘এ’ ম্যাচের মাধ্যমে। তার শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচ। ৩৬ বছর বয়সী এই ডানহাতি পেসার বাংলাদেশের হয়ে মোট ৯১টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়ে ১০৭টি উইকেট শিকার করেছেন।

 
 

শেয়ার করুন