অফিস ডেস্ক
মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো বিশিষ্ট সামাজিক সংগঠক এম. জামাল হোসেন মণ্ডলের শুভ জন্মদিন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নিরাপদ সড়ক চাই (নিসচা) টংগিবাড়ী উপজেলা শাখার উদ্যোগে বেতকা চৌরাস্তায় অস্থায়ী কার্যালয়ে কেক কাটা, মিষ্টি বিতরণ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এম. জামাল হোসেন মণ্ডল দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি নিসচা টংগিবাড়ী উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, সুজন—সুশাসনের জন্য নাগরিক মুন্সীগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি, মুন্সীগঞ্জ জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স বাংলাদেশ বিক্রমপুর ক্লাবের সাবেক সভাপতি, দেশ আমার টিভির সাবেক চেয়ারম্যানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা হিসেবে তিনি সুপরিচিত। ১৯৯৬ সালে তিনি নির্বাচিত ইউনিয়ন পরিষদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন বহু জাতীয় ও স্থানীয় পুরস্কার। জন্মদিনের অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত ও বিশেষ দোয়া পরিচালনা করেন বেতকা চৌরাস্তা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ কাওসার আহম্মেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা টংগিবাড়ী উপজেলা শাখার সভাপতি নুর মোহাম্মদ বেপারী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ মাসুম হোসেন অপু। এছাড়াও উপস্থিত ছিলেন সুজন—সুশাসনের জন্য নাগরিক মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট জানে আলম প্রিন্স, নিসচা সহ-সাধারণ সম্পাদক মোঃ মাসুম হোসেন, দপ্তর সম্পাদক আরিফ মণ্ডল, কার্যকরী সদস্য বাবুল শেখ, আক্কাস বেপারী, কাজী তামিমসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তারা এম. জামাল হোসেন মণ্ডলের দীর্ঘদিনের সামাজিক অবদান স্মরণ করে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।