ইসলাম শান্তির ধর্ম, কিন্তু ইসলামিক দেশগুলোতেই কেন শান্তিহীনতা?

নিউজ ডেস্ক | সংবাদ ৫২ .কম
আপডেট : ১২ মে, ২০২৫
ক্যাটাগরি : সর্বশেষ সংবাদ
পোস্টটি শেয়ার করুন
Sangbad52

ইসলাম শান্তির ধর্ম, কিন্তু ইসলামিক দেশগুলোতেই কেন শান্তিহীনতা?

 

মো: শোয়েব হোসেন

গবেষক, চিন্তাবিদ, বিশ্লেষক, শিক্ষক, সাংবাদিক ও মানবাধিকার কর্মী

 

ভূমিকা

 

"ইসলাম মানেই শান্তি"—এই ধারণাটি ধর্মতাত্ত্বিকভাবে সঠিক। তবে বাস্তবতায় ইসলামিক দেশগুলোর মধ্যে শান্তির অভাবের কারণ হিসেবে ইসলামের উদ্দেশ্যপ্রণোদিত ব্যর্থ প্রচার বা চর্চাসহ রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং ঐতিহাসিক ঘটনাবলী জড়িত। নিচে কিছু গবেষণালব্ধ কারণ তুলে ধরা হলো—

 

১. ইসলাম এবং ইসলামিক দেশ এক জিনিস নয়

 

ইসলামের মূল শিক্ষা হলো শান্তি, ন্যায়বিচার, সহনশীলতা, এবং মানবিকতা। তবে ইসলামিক দেশগুলোর বাস্তবতা অনেকাংশে ভিন্ন হতে দেখা যায়। কারণ দেশ পরিচালনার ক্ষেত্রে মানুষ সময় বদলানোর সাথে সাথে ভিন্ন ভিন্ন পদ্ধতিতে তাদের রাজনৈতিক সিদ্ধান্ত, শাসনব্যবস্থা ও আন্তর্জাতিক বিষয়গুলো নির্ধারণ করে। এসবের ওপর ভিত্তি করেই সেই দেশের শান্তি বা অশান্তির অবস্থান বিরাজমান।

 

২. রাজনৈতিক অস্থিতিশীলতা ও স্বৈরশাসন

 

অনেক ইসলামিক দেশ একনায়কতন্ত্র বা অগণতান্ত্রিক শাসনে পরিচালিত। সেখানে জনগণের মতামত মূল্যহীন। রাজনৈতিক ক্ষমতার লড়াই এবং স্বৈরশাসনের কারণে জনগণের অধিকার ক্ষুণ্ন হয়, যা অশান্তির অন্যতম কারণ। আবার গণতান্ত্রিক দেশেও নানান কারণে শান্তিহীনতা লক্ষ্যনীয়।

 

৩. যুদ্ধ ও বিদেশি হস্তক্ষেপ

 

মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ রাজনৈতিক দ্বন্দ্ব, সামরিক আগ্রাসন এবং যুদ্ধের কারণে অশান্ত। ইরাক, সিরিয়া, আফগানিস্তান, ইয়েমেনের মতো দেশগুলোতে যুদ্ধ এবং আন্তর্জাতিক হস্তক্ষেপ শান্তিকে ব্যাহত করেছে।

 

৪. চরমপন্থা ও ভুল ব্যাখ্যা

 

ইসলামের নামে কিছু গোষ্ঠী সহিংসতা ছড়ায় যা প্রকৃত ইসলামের শিক্ষা নয়। কিছু রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠী ইসলামকে নিজেদের স্বার্থে ব্যবহার করে, যা প্রকৃত শান্তির পথে বাঁধা।

 

৫. অর্থনৈতিক ও সামাজিক অবস্থা

 

দারিদ্র্য, দুর্নীতি এবং শিক্ষার অভাব অনেক ইসলামিক দেশে সমস্যা তৈরি করেছে। উন্নত গণতান্ত্রিক দেশগুলো (যেমন: সুইডেন, কানাডা, জার্মানি) শান্তি সূচকে এগিয়ে কারণ তারা অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে পেরেছে।

 

তাহলে কি “ইসলাম মানেই শান্তি”—এটি ভুল ধারণা?

 

না, এটি ভুল নয়! ইসলাম শান্তির ধর্ম। কিন্তু বাস্তবিক অর্থে ইসলামিক দেশগুলোর বর্তমান অবস্থান ধর্মের অপব্যাখ্যা তথা অপব্যবহার এবং রাজনৈতিক ও সামাজিক কারণেই পিছিয়ে আছে।

 

বিভিন্ন গবেষণায় জানা গেছে—সাধারণ মানুষের সরল বিশ্বাসের সুযোগ নিয়ে ধর্মীয় লেবাসে ভয়ংকর লোভী ব্যক্তিদের ধর্ম ও মাজার ব্যবসা, ভণ্ড ও ক্ষমতাধর পীর, ভুয়া আলেম-ওলামাদের আকাশচুম্বী জনপ্রিয়তা ও দৌরাত্ম্যে বিভিন্ন ইসলামিক দেশগুলোর শান্তি যুগে যুগে ভুলুণ্ঠিত হয়েই চলেছে।

 

অন্ধবিশ্বাস ও বাস্তবতা

 

সকল ঘটনার বিচার-বিশ্লেষণের মাধ্যমে দেখা যাচ্ছে, শান্তিকামি সাধারণ জনতা অশান্তির রাজ্যে হিতাহিত জ্ঞান হারিয়ে সেই ভণ্ড-লেবাসধারীদের খুশি করতেই জীবন বিলাতে প্রস্তুত। তারা আল্লাহ ও রাসুলের সহজ কথা সঠিকভাবে না খুঁজে বা না বুঝে এই ভুয়া বা লেবাসধারীদের বানোয়াট বক্তব্য নিজেদের জীবনে বাস্তবায়ন করতেই মহাব্যস্ত। এমনকি তাদের বিশ্বাসের বিপরীতে যেকোনো প্রকার কথা শুনতে বা মানতে নারাজ! উপরন্তু তারা সেই পূজনীয় ভণ্ডদের ব্যাপারে বিপরীত বক্তব্যকারীর বিরুদ্ধে জটিল ও শক্তিশালী বিদ্রোহ ঘটিয়ে তাদের সমূলে দমন করে গর্বিত হয়ে মহত্বের দাবী করে থাকেন।

 

আজীবন এমন অন্ধবিশ্বাসী ব্যক্তিরা বাস্তবেই চরম অশান্তি ও ক্ষতির সম্মুখীন হয়েই থাকেন, যা কিনা মুখ ফুটেও বলতে পারেন না। তবে অসহনীয় হলেও সইতে পারেন বটে। বাস্তবতায় দেখা গেছে, অন্ধবিশ্বাস কখনোই শান্তি আনতে পারে না।

 

উপসংহার

 

মূলকথা, শান্তি নির্ভর করে শাসনব্যবস্থা, ন্যায়বিচার, শিক্ষা, অর্থনীতি এবং নাগরিকদের অধিকার নিশ্চিত করার ওপর। তবে এগুলো সঠিক সত্যের বাস্তবায়ন ছাড়া একেবারেই অসম্ভব। সকল ক্ষেত্রেই ইসলাম যদি সঠিকভাবে প্রয়োগ করা হয় এবং তার শিক্ষা বাস্তবায়ন করা হয় তাহলে ইসলামিক দেশগুলোরও শান্তি নিশ্চিত করা সম্ভব।

 

সেইসাথে লেবাসধারী ও স্বার্থান্বেষী তথাকথিত ধর্মপ্রচারকের প্রতি অন্ধবিশ্বাস দ্রুত ভেঙে ফেলতে হবে। অন্যথায় ইসলাম যে শান্তির ধর্ম, তা শুধুমাত্র স্বপ্ন, কথা ও লিখনীতেই রয়ে যাবে—বাস্তবতায় শান্তির দেখা মিলবে না!


Comments



আহত ছাত্রলীগ কর্মীর…

বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯

সিরাজদিখানে মুক্তিযোদ্ধার…

সোমবার, ২৯ জুলাই, ২০১৯

লক্ষ্মীপুরে বিয়ের দাবিতে…

মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯

ফারিয়ার একাধিক চমক

মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০

চট্টগ্রাম মেডিক্যাল…

রবিবার, ০৭ জুন, ২০২০

গরিব পরিবারের ছেলে থেকে…

রবিবার, ১৮ আগস্ট, ২০১৯

জি মিউজিকের গানে আফরোজা…

শনিবার, ২৫ মার্চ, ২০২৩

শ্রীনগর উপজেলার শেখ…

শনিবার, ২২ জুলাই, ২০২৩

দৈনিক আলোকিত সকাল সফলতার…

বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯

'ভুল ভুলাইয়া টু'তে অভিনয়…

শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯

গজেরিয়ার বাউসিয়ায়…

বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

এনআরসি নিয়ে উদ্বিগ্ন…

শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯

শ্রীনগরে ভ্রাম্যমাণ…

শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯

লৌহজংয়ে আ.লীগের বর্ধিত…

শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১

হযরত শেখ আহাম্মেদ আবুল…

রবিবার, ০৭ মার্চ, ২০২১

পদ্মায় ঘুরতে এসে প্রাণ…

বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১

এবারের হজ্ব সীমিত আকারে…

মঙ্গলবার, ০৯ জুন, ২০২০

লৌহজংয়ে এসএসসি পরীক্ষার্থীর…

শুক্রবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৯

চান্দের চরে রাস্তার…

বৃহস্পতিবার, ০৮ আগস্ট, ২০১৯

লৌহজংয়ে আওয়ামীলীগের…

শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১

জরিপ

বাংলাদেশের জনগণ কখনো ভুল ভোট দেয় না, তাই এসব নিয়ে যুক্তরাজ্যের দুশ্চিন্তার কোনো কারণ নেই।—পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের এই বক্তব্যের সঙ্গে আপনি কি একমত?

মন্তব্য নেই
না
হ্যাঁ

নামাজের সময়সূচি

১৩ মে, ২০২৫
ফজর৫:২০
জোহর১২:১২
আসর৪:৪৩
মাগরিব৫:৪৯
ইশা৭:০১
সূর্যাস্ত : ৫:৪৯সূর্যোদয়: ৬:৩৭