গজেরিয়ার বাউসিয়ায় চাঞ্চল্যকর মামলায় র্্যাব সদস্য নূর মোহাম্মদ সহ ৭ আসামি জেলখানায়
মুকবুল হোসেন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা বাউশিয়া ইউনিয়ন চৌদ্দ কাউনিয়া গ্রামের চাঞ্চল্যকর মামলায় র্্যাব সদস্য নুর মোহাম্মদ সহ এজাহার ভুক্ত ৭ আসামী গেল জেলখানায়।
বিগত ২১ জানুয়ারি ২০২৫ সোমবার উচ্চ আদালত থেকে আগাম জামিন প্রাপ্ত আসামিগণ মুন্সিগঞ্জ নিম্ন আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।
মুন্সিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জামিন নাঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আসামিদের।
বাদীপক্ষের উকিল মোঃ আজিম রহমান রাজীব র্্যাব সদস্য নুর মোহাম্মদ সহ এজহারভুক্ত ৭ আসামিকে কারাগারে পাঠানোর সত্যতা নিশ্চিত করেছেন। আসামিরা হল এজাহার ভুক্ত চৌদ্দকাউনিয়া গ্রামের নান্নু মিয়ার ছেলে র্্যাব সদস্য নূর মোহাম্মদ বাবু( ২৫), সজীব ২৮), ফজলুল করিমের ছেলে মাসুদ (৪০), আব্দুল বাতেন মিয়ার ছেলে মোঃ রবিউল( ৩৫), মৃত হাসেম মিয়ার ছেলে ফজলুল করিম ৫০), রাফি ও দীন মোহাম্মদ।
মামলার বাদী জুলিয়া আক্তার জানান বিগত ৬ অক্টোবর ২০২৪ রাত ৯:৩০ ঘটিকার সময় পূর্ব শত্রুতার জের ধরে এজহারভুক্ত ১৪ আসামীসহ ১৫ থেকে ২০ জন অস্ত্রধারী অতর্কিত হামলা চালায়। হামলায় জুলিয়া আক্তার এর বাবা ও চাচা সহ ৪জন আহত হয়। অপরাধী আসামিরা দীর্ঘ সময় পলাতক থেকে উচ্চ আদালতে আগাম জামিন নেয়। মুন্সিগঞ্জ নিম্ন আদালতে অপরাধীদের জামিন নামঞ্জুর করে জেলখানায় পাঠিয়েছে। তিনি আরও জানান একই মামলার ২ নং আসামী একাধিক মামলায় সাজা প্রাপ্ত বেকু হাসান এখনো পলাতক রয়েছে।