শিরোনাম:

লৌহজংয়ে আগুনে প্লাস্টিক কারখানা ও পাঁচ দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৯ সেপ্টেম্বার ২০২৫ | সময়ঃ ০৬:০৯
photo

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া চৌরাস্তায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি প্লাস্টিক কারখানা ও পাঁচটি দোকান ভস্মীভূত হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) রাত সোয়া ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, প্রথমে ঢালী এন্টারপ্রাইজ প্লাস্টিক কারখানায় আগুন লাগে, পরে তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লৌহজং ও শ্রীনগর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত। সর্বস্ব হারিয়ে দোকানিরা বিপাকে পড়েছেন। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে অনুদান ও টিন দেওয়ার আশ্বাস দিয়েছে।

শেয়ার করুন