শিরোনাম:

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় হতাহতদের পরিবারের সঙ্গে কথা বললেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬ | সময়ঃ ০৭:২৪
photo

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহত শিশুদের পরিবারের সঙ্গে কথা বলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২১ জানুয়ারি) গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে তিনি সরাসরি পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় তারেক রহমান হতাহত ও নিহত শিশুদের পরিবারের খোঁজখবর নেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষ থেকে তার হাতে বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়।

এক আহত শিশুর মা অভিযোগ করে বলেন, আহত শিশুদের চিকিৎসার জন্য ৫ লাখ টাকা এবং নিহত শিশুদের পরিবারকে ২০ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে, যা কোনোভাবেই যথেষ্ট নয়। তার প্রশ্ন, “একটা শহীদ শিশুর জীবনের মূল্য কি ২০ লাখ টাকা?” তিনি আরও বলেন, অনেক শিশুর একাধিক অস্ত্রোপচার প্রয়োজন হলেও বিমানবাহিনীর পক্ষ থেকে সহায়তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং হাসপাতালে গিয়ে পরিবারগুলোকে নানা ধরনের ভোগান্তি ও নিগ্রহের শিকার হতে হচ্ছে।

আরেক আহত শিশুর মা জানান, তার সন্তানের বাবা নেই এবং দুর্ঘটনায় আহত হওয়ার পর শিশুটি এখন হাঁটতেও পারছে না। চিকিৎসা ও পুনর্বাসনের বিষয়ে তারা চরম অনিশ্চয়তায় ভুগছেন বলে তিনি উল্লেখ করেন।

হতাহত পরিবারগুলোর পক্ষে এক বাবা জানান, স্মারকলিপিতে চার থেকে পাঁচটি মূল দাবি তুলে ধরা হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে— বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের শহীদ মর্যাদা দিয়ে গেজেট প্রকাশ, আহত শিশুদের আজীবন পুনর্বাসন ও হেলথ কার্ড প্রদান, উত্তরায় দুর্ঘটনার স্মৃতি সংরক্ষণের জন্য মসজিদ বা মাদরাসার মতো স্থাপনা নির্মাণ এবং জয়নুল আবেদিনের করা রিটের বাস্তবায়ন।

তিনি বলেন, স্বল্প সময়ে এসব দাবি মৌখিকভাবে উপস্থাপন করা সম্ভব হয়নি, তাই স্মারকলিপির মাধ্যমে বিষয়গুলো তারেক রহমানকে জানানো হয়েছে। তারেক রহমান তাদের জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে সময়ের সংকট থাকলেও শিগগিরই তিনি পরিবারগুলোর সঙ্গে বসে বিস্তারিত আলোচনা করবেন।

হতাহত পরিবারগুলো আশা প্রকাশ করেন, রাজনৈতিক ও রাষ্ট্রীয় পর্যায়ে তাদের ন্যায্য দাবিগুলো গুরুত্বসহকারে বিবেচনা করা হবে এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিশুদের ভবিষ্যৎ নিরাপত্তা ও পুনর্বাসনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

শেয়ার করুন