অফিস ডেস্ক
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় সরকারি হরগঙ্গা কলেজের সাবিতের জারি দল উপজেলা ও জেলা পর্যায় অতিক্রম করে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে। ধারাবাহিক সাফল্যের মাধ্যমে দলটি কলেজের সাংস্কৃতিক অগ্রগতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
জানা গেছে, দলটি জেলা পর্যায়ের প্রতিযোগিতায় ১২ জানুয়ারি ২০২৬ তারিখে প্রথম স্থান অর্জন করে বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ হয়। আগামী ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে তারা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। উপজেলা ও জেলা পর্যায়ে সাফল্যের পেছনে দলের শৈল্পিক দক্ষতা, শৃঙ্খলা ও নিয়মিত অনুশীলন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জারি গানের ঐতিহ্যবাহী রীতি ও উপস্থাপনায় তাদের সাবলীলতা বিচারকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। এই অর্জনের মাধ্যমে সরকারি হরগঙ্গা কলেজের সাংস্কৃতিক চর্চার মান, সংগঠিত অনুশীলন ব্যবস্থা এবং প্রাতিষ্ঠানিক পরিবেশের ইতিবাচক প্রতিফলন ঘটেছে। একই সঙ্গে এ সাফল্য কলেজের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও সুদৃঢ় করে ভবিষ্যতে উচ্চতর পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করেছে।