অফিস ডেস্ক
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত ও বাম গণতান্ত্রিক জোটের নেতৃত্বে গঠিত গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত প্রার্থী কমরেড মোঃ জাহাঙ্গীর হোসেন চাঁদপুর-৩ (চাঁদপুর সদর–হাইমচর) আসন থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ বিকেলে তিনি জেলা নির্বাচনি রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের হাতে মনোনয়নপত্র জমা দেন। এ সময় জেলা বাসদ সমন্বয়ক কমরেড দীপালি রানী দাসসহ কমিউনিস্ট পার্টি, কৃষক ও যুব সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাস্তে মার্কার প্রার্থী কমরেড জাহাঙ্গীর হোসেন বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে লেভেল প্লেয়িং ফিল্ড ও ভয়হীন ভোট পরিবেশ অপরিহার্য। তিনি বলেন, মেহনতি মানুষের অর্থনৈতিক মুক্তি ও মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে বামপন্থী প্রার্থীদের বিজয় জরুরি। তিনি আরও বলেন, শোষণমুক্ত সমাজ ও টেকসই অর্থনীতি গড়তে কৃষিভিত্তিক শিল্প-কারখানা স্থাপন প্রয়োজন। এসব লক্ষ্য বাস্তবায়নে তিনি চাঁদপুর-৩ এলাকার ভোটারদের কমিউনিস্ট পার্টির কাস্তে প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।