সাজা সহ ৫ মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী প্রতারক কামাল প্রধান পলাতক

নিউজ ডেস্ক | সংবাদ ৫২ .কম
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২৩
ক্যাটাগরি : সর্বশেষ সংবাদ
পোস্টটি শেয়ার করুন
Sangbad52

সাজা সহ ৫ মামলায় ওয়ারেন্টভুক্ত

আসামী প্রতারক কামাল প্রধান পলাতক

 

স্টাফ রিপোর্টার ঃ নারায়ণগঞ্জের চিহ্নিত প্রতারক ও একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী কামাল প্রধানকে গ্রেফতার করতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনী। তবে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে সূত্রে প্রকাশ।

 

জানা যায়, বন্দর থানাধীন বাগবাড়ী এলাকার আবুল প্রধানের কুলাঙ্গার ছেলে কামাল প্রধান নিজেকে কখনো সাংবাদিক, কখনো আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করে আসছে। অন্যের জমি দখল, জাল দলিল সৃজন, বিদেশে লোক পাঠানোর কথা বলে টাকা আত্মসাৎ, ব্যাংকের ঋণ খেলাপী, সমাজের বিশিষ্ট জনদের নিয়ে অপপ্রচার করে ব্ল্যাকমেইলিং সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত থেকে মানুষদের হয়রানী করছে। এছাড়াও আর্থিক সুবিধা আদায়ের জন্য মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে হয়রানী করছে সাধারণ ও নিরীহ মানুষদের। এমন বেশ কিছু অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জের কয়েকটি থানায় ও আদালতে মামলা দায়ের হলে মামলাগুলো বর্তমানে বিচারাধীন রয়েছে। এর মধ্যে বাদী সোহেল রানা প্রধানের দায়ের করা মামলায় (সেশন-৮৮৬/১৯) সম্প্রতি নারায়ণগঞ্জের অর্থঋণ আদালত প্রতারক কামাল প্রধানকে ৮ মাসের সাজা ও ৫ লাখ টাকা জরিমানা করে রায় প্রদান করেন। রায়ের পর পরই গ্রেফতারী পরোয়ানা ইস্যু হয়। একই বিবাদীর আরেকটি মানহানী মামলায় (সি.আর ৫৯১/১৯) কামালের বিরুদ্ধে গ্রেফতারী ওয়ারেন্ট জারি রয়েছে। তল্লা এলাকার বাদী মোঃ আনিসুর রহমানের বন্দর থানার মামলায় (৪৫(১০)১৯) গ্রেফতারী ওয়ারেন্ট ইস্যু জারি করে বিজ্ঞ আদালত। এছাড়াও বাদী মনিরুজ্জামানের আদালতের মামলায় প্রতারক কামাল প্রধানের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়। বাদী রুবেল মিয়ার মামলায় (৩১৫/২৩) আদালত ওয়ারেন্ট ইস্যু করেছে। সোনারগাঁ থানার নাশকতার মামলায় বিষ্ফোরক দ্রব্য আইনে গত ২১ আগষ্ট কামালের বিরুদ্ধে মামলা দায়ের হয়। মামলা নং-৩১, আসামী নং-৯৭। এছাড়াও সিদ্ধিরগঞ্জ থানায় আরেকটি প্রতারনা মামলা দায়ের করেছে সোহেল রানা। বন্দরের আইয়ুব আলী বাবু, ফতুল্লার আল মামুন, নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে প্রতারনাসহ বিভিন্ন অভিযোগে কামালের বিরুদ্ধে মামলা দায়ের করে। কামালকে পূর্বেও কয়েকবার সিদ্ধিরগঞ্জ থানা ও নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ গ্রেফতার করেছিল। বর্তমানে সাজা পরোয়ানা সহ ৫টি মামলায় ওয়ারেন্ট ইস্যু থাকায় আত্মগোপনে চলে গেছে কামাল। ফেসবুক এবং জনসাধারণের কাছে বিদেশে আছে বলে প্রচার করলেও নারায়ণগঞ্জ আদালতে মামলার শুনানীতে বিদেশে যাওয়ার কোন প্রমাণ দেখাতে না পারলে বিজ্ঞ বিচারক ওয়ারেন্ট ইস্যু করে। প্রতারক কামাল প্রধান প্রায় ৮টি ফেসবুক ফেক আইডি খুলে বিভিন্ন মানুষ জন এবং মামলার বাদী পক্ষের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে মানসম্মান ক্ষুন্ন করে যাচ্ছে। এছাড়াও কামালের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ পেলে বিভিন্ন সংবাদ কর্মীকে ফেসবুক ও হোয়াটসঅ্যাপের ইনবক্সে হুমকী ধামকী দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। প্রতারক কামাল প্রধানের বাড়ী বন্দর হলেও এলাকায় থাকতে পারছে না তাই কখনও ভূইয়াবাগ, কালীরবাজার থাকে বলে জানা যায়। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে পলাতক আসামী কামাল প্রধান সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিম পাড়া মাজার রোডের ব্লব-বি তে শাহজালাল হাউজের ৫ম তলা বিল্ডিংয়ের ৩য় তলায় আত্মগোপন করে আছে। আরো জানা যায় কামাল ঠিকমতো বাসা ভাড়া না দিয়ে জালকুড়ি এলাকার এক বাড়ির মালিককে উল্টো হয়রানী করেছে। বর্তমানে সিদ্ধিরগঞ্জ, বন্দর, সোনারগাঁ ও নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ চিহ্নিত প্রতারক কামাল প্রধান ও তার সহযোগীদেরকে খুঁজে বেড়াচ্ছে। বিভিন্ন ভুক্তভুগিরা আইন শৃঙ্খলা বাহিনীর অন্যতম র‌্যাব ও ডিবির আশু হস্তক্ষেপ সহ থানা পুলিশের সহযোগীতা কামনা করে

ছে।


Comments



আহত ছাত্রলীগ কর্মীর…

বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯

সিরাজদিখানে মুক্তিযোদ্ধার…

সোমবার, ২৯ জুলাই, ২০১৯

লক্ষ্মীপুরে বিয়ের দাবিতে…

মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯

ফারিয়ার একাধিক চমক

মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০

চট্টগ্রাম মেডিক্যাল…

রবিবার, ০৭ জুন, ২০২০

গরিব পরিবারের ছেলে থেকে…

রবিবার, ১৮ আগস্ট, ২০১৯

শ্রীনগর উপজেলার শেখ…

শনিবার, ২২ জুলাই, ২০২৩

দৈনিক আলোকিত সকাল সফলতার…

বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯

জি মিউজিকের গানে আফরোজা…

শনিবার, ২৫ মার্চ, ২০২৩

'ভুল ভুলাইয়া টু'তে অভিনয়…

শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯

গজেরিয়ার বাউসিয়ায়…

বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

শ্রীনগরে ভ্রাম্যমাণ…

শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯

এনআরসি নিয়ে উদ্বিগ্ন…

শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯

হযরত শেখ আহাম্মেদ আবুল…

রবিবার, ০৭ মার্চ, ২০২১

লৌহজংয়ে আ.লীগের বর্ধিত…

শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১

পদ্মায় ঘুরতে এসে প্রাণ…

বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১

এবারের হজ্ব সীমিত আকারে…

মঙ্গলবার, ০৯ জুন, ২০২০

লৌহজংয়ে এসএসসি পরীক্ষার্থীর…

শুক্রবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৯

চান্দের চরে রাস্তার…

বৃহস্পতিবার, ০৮ আগস্ট, ২০১৯

লৌহজংয়ে আওয়ামীলীগের…

শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১

জরিপ

বাংলাদেশের জনগণ কখনো ভুল ভোট দেয় না, তাই এসব নিয়ে যুক্তরাজ্যের দুশ্চিন্তার কোনো কারণ নেই।—পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের এই বক্তব্যের সঙ্গে আপনি কি একমত?

মন্তব্য নেই
না
হ্যাঁ

নামাজের সময়সূচি

২০ এপ্রিল, ২০২৫
ফজর৫:২০
জোহর১২:১২
আসর৪:৪৩
মাগরিব৫:৪৯
ইশা৭:০১
সূর্যাস্ত : ৫:৪৯সূর্যোদয়: ৬:৩৭