সুনামগঞ্জে এসএ পরিবহনের ম্যানেজার সহ ভারতীয় মালামাল আট

নিউজ ডেস্ক | সংবাদ ৫২ .কম
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২৩
ক্যাটাগরি : সর্বশেষ সংবাদ
পোস্টটি শেয়ার করুন
Sangbad52

সুনামগঞ্জে এসএ পরিবহনের ম্যানেজার সহ ভারতীয় মালামাল আট

 

সুনামগঞ্জ প্রতিনিধি::

সুনামগঞ্জে টাস্কফোর্সের অভিযানে এসএ পরিবহনের ম্যানেজার শওকত কামাল (৫০) সহ সোয়া ৬ লক্ষ টাকার অধিক মূল্যের ভারতীয় মালামাল আট ও মামলা দায়ের করা হয়েছে৷ 

 

গত ২১ জানুয়ারি শনিবার রাত সাড়ে ৮টায় টাস্কফোর্সের অভিযানে পৌর শহরের মল্লিকপুরস্থ ২৮ বিজিবি ক্যাম্পের সামনে সুনামগঞ্জ-সিলেট রোডে এসএ পরিবহনের একটি পার্সেল গাড়িতে অভিযান পরিচালনা করে ভারতীয় মালামাল সহ ম্যানাজার কে আটক করা হয়।  

 

সুনামগঞ্জ ২৮ বিজিবি ক্যাম্পের সামনে সুনামগঞ্জ-সিলেট সড়কে এসএ পরিবহনের একটি পার্সেল গাড়িতে তল্লাশিতে সোয়া ছয় লক্ষটাকার অধিক মূল্য মানের ভারতীয় মালামাল আটক করে টাস্কফোর্স টীম৷ তল্লাশিতে বিনাশুল্কে প্রবেশকৃত ভারতীয় বহুমূল্যমানের শাড়ী, বিভিন্ন ধরনের থান কাপড়, হরলিক্স, বিভিন্ন তৈল -ডাবর আমলা, 7 Oil, জনসন বেবী শ্যাম্পু, কিটকাট চকলেট ও অন্যান্য প্রসাধনী সামগ্রী সহ এসএ পরিবহনের ম্যানাজার কে আটক করেছে টাস্কফোর্সের একটি চৌকশ টীম এর সত্যতা নিশ্চিত করেছেন, সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক৷ 

 

বিজিবি সুত্র জানায়, গত ২১ জানুয়ারি ২০২৩ইং গোপন সংবাদের ভিত্তিতে এসএ পরিবহনের একটি পার্সেল গাড়িতে যৌথ অভিযানে ৬,১৫,৩৭০ টাকার

ভারতীয় মালামাল সহ ম্যানেজার শওকত কামাল (৫০) -কে আটক করে মামলা করা হয়েছে৷ যার মামলা নং ০৩/২৩ তারিখ - ২১/০১/২০২৩ইং৷ মালামালের জব্দ তালিকায় রয়েছে, এক্সাক্লাসিভ ফ্যাশন থান কাপড ০৯ বান্ডিল মূল্য ২৭০০০ টাকা, রাদা থান কাপড় ২৪ পিছ মূল্য ৭২০০০ টাকা, রাদা পাঞ্জাবী থান কাপড় ২৩ বান্ডিল মূল্য ৬৯০০০ টাকা, বেনারশী শাড়ী ৩০ পিছ মূল্য ৯০০০০ টাকা, জুনিয়র হরলিক্স ২৮৪ পিছ মূল্য ১১৩৬০০ টাকা, 7 oil তৈল ৬৯ এম.এল. বোতল ৯৬০ পিছ মূল্য ৮৬৪০০ টাকা, ডাবর আমলা তেল ২৭৫ এম.এল. বোতল ২২৪ পিছ মূল্য ৩৮০৮০ টাকা, এ্যালোভেরা জেল ২৩২ পিছ টিউব মূল্য ৩০১৬০ টাকা, জনসন বেবি ওয়েল ১০০ এম.এল. বোতল ২৮৮ পিছ মূল্য ৩৪৫৬০ টাকা, কিটকাট চকলেট নেসলে ২৮.৫ গ্রাম ১৩৪৪ পিছ মূল্য ৪০৩২০ টাকা, কিটকাট চকলেট নেসলে ১৮.৫ গ্রাম ৫৭০ পিছ মূল্য ১৪২৫০ টাকা৷ 

 

এ ব্যাপারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তুরাব হোসেন সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, বিনাশুল্কে প্রবেশকৃত ভারতীয় পন্য এসএ পরিবহন পার্সেল সার্ভিসের মাধ্যমে সুনামগঞ্জ থেকে ঢাকা যাচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে টাস্কফোর্সের অভিযান পরিচালনার মাধ্যমে মালামাল উদঘাটন করা হয়৷ এবং ভারতীয় মালামাল পরিবহনের দায় জেলা শহরের পার্শেল অফিসের ম্যনাজার শওকত কামাল কে আটক করা হয়৷ তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরো দুইজন কে নিয়মিত মামলায় আসামি করে সদর মডেল থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

এব্যাপারে সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মাহবুবুর রহমান সত্যতা নিশ্চিত নিশ্চিত করেছেন৷


Comments



আহত ছাত্রলীগ কর্মীর…

বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯

সিরাজদিখানে মুক্তিযোদ্ধার…

সোমবার, ২৯ জুলাই, ২০১৯

লক্ষ্মীপুরে বিয়ের দাবিতে…

মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯

ফারিয়ার একাধিক চমক

মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০

চট্টগ্রাম মেডিক্যাল…

রবিবার, ০৭ জুন, ২০২০

গরিব পরিবারের ছেলে থেকে…

রবিবার, ১৮ আগস্ট, ২০১৯

শ্রীনগর উপজেলার শেখ…

শনিবার, ২২ জুলাই, ২০২৩

দৈনিক আলোকিত সকাল সফলতার…

বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯

জি মিউজিকের গানে আফরোজা…

শনিবার, ২৫ মার্চ, ২০২৩

'ভুল ভুলাইয়া টু'তে অভিনয়…

শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯

গজেরিয়ার বাউসিয়ায়…

বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

শ্রীনগরে ভ্রাম্যমাণ…

শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯

এনআরসি নিয়ে উদ্বিগ্ন…

শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯

হযরত শেখ আহাম্মেদ আবুল…

রবিবার, ০৭ মার্চ, ২০২১

লৌহজংয়ে আ.লীগের বর্ধিত…

শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১

পদ্মায় ঘুরতে এসে প্রাণ…

বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১

এবারের হজ্ব সীমিত আকারে…

মঙ্গলবার, ০৯ জুন, ২০২০

লৌহজংয়ে এসএসসি পরীক্ষার্থীর…

শুক্রবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৯

চান্দের চরে রাস্তার…

বৃহস্পতিবার, ০৮ আগস্ট, ২০১৯

লৌহজংয়ে আওয়ামীলীগের…

শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১

জরিপ

বাংলাদেশের জনগণ কখনো ভুল ভোট দেয় না, তাই এসব নিয়ে যুক্তরাজ্যের দুশ্চিন্তার কোনো কারণ নেই।—পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের এই বক্তব্যের সঙ্গে আপনি কি একমত?

মন্তব্য নেই
না
হ্যাঁ

নামাজের সময়সূচি

২০ এপ্রিল, ২০২৫
ফজর৫:২০
জোহর১২:১২
আসর৪:৪৩
মাগরিব৫:৪৯
ইশা৭:০১
সূর্যাস্ত : ৫:৪৯সূর্যোদয়: ৬:৩৭