রানীশংকৈলে অসমাপ্ত ড্রেনের দুর্গন্ধে অতিষ্ঠ পৌরবাসী

নিউজ ডেস্ক | সংবাদ ৫২ .কম
আপডেট : ২৫ নভেম্বর, ২০১৯
ক্যাটাগরি :
পোস্টটি শেয়ার করুন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল পৌরশহরে ড্রেনের বেহাল অবস্থা। জাইকার  অর্থায়নে চলমান ড্রেনের গর্তের ময়লা আবর্জনার দুর্গন্ধে ভুগছেন পৌরবাসী। বর্তমানে জাইকার কাজ চলমান রয়েছে। এলাকাবাসির অভিযোগ রয়েছে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও থেমে থেমে চলছে ড্রেনের কাজ। ২৫ নভেম্বর সোমবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, শহরের চৌরাস্তা মোড়ে ইউনুস আলীর ভাতের হোটেলের সামনে অসমাপ্ত ড্রেনের বিশাল গর্তে পানি জমা হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। আশে পাশে দুর্গন্ধে থাকা যায়না বলে অভিযোগ করেন স্থানীয় এক ঔষুধ ব্যবসায়ীসহ অনেকেই এবং  গর্তের মধ্যে পচা পানিতে ময়লা আর্বজনা বিরাজমান এটি যেন একটি ডাসবিনে পরিনত হয়েছে। বাঁেশ তৈরি করা মাচার উপর দিয়ে হেঁটে যেতে হয় ইউনুস আলীর ভাতের হোটেলে। হোটেলের মালিক ইউনুস আলী বলেন, এই ড্রেনের দুর্গন্ধ ছড়ানোর কারনে তার দোকানে বেচাকেনা কমে গেছে। স্থানীয় একজন ব্যবসায়ী বলেন, রাণীশংকৈল পৌর শহরের প্রান কেন্দ্রে ‘ইউনুস আলীর ভাতের হোটেল’এর নীচে অসমাপ্ত ড্রেনটি প্রকৌশলী ও ঠিকাদারের অবহেলার কারনে ময়লা-আবর্জনায় নোংরা পরিবেশের সৃষ্টি হয়েছে। জানা যায়, দীর্ঘ ৬ মাস আগে ড্রেনের সংস্কারের জন্য ঠিকাদার গর্ত করে রেখে চলে যায়। ধীরে ধীরে গর্তে নোংরা আবর্জনা পরে দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। এর পর সংশ্লিষ্ট ঠিকাদারকে কাজটি সমাপ্ত করার জন্য অনুরোধ করেও কোন আমলে নিচ্ছেন না বলে জানান ইউনুস আলী। স্থানীয় কাউন্সিলর সেফাউল আলম সেফা জানান প্রকৌশলীর অবহেলার কারনে এই ভোগান্তিতে ভুগছে পৌরবাসী। জাইকার নগর প্রকৌশলী রাসেদুল ইসলাম জানান, ‘মামুন এন্টার প্রাইজ প্রতিষ্ঠানটির ঠিকাদার জাইকার এ ড্রেনের কাজটি ৩৪৫ মিটার ৩৫ লক্ষ টাকায় কাজ করছে। ড্রেন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন,‘ঠিকাদারের বিরুদ্ধে আমরা লিখিত অভিযোগ করেছি। তার বিল ভাতা পেমেন্ট সব বন্ধ করা হয়েছে ,এমনকি আমাদের হাই অথোরেটি না দেখা পর্যন্ত ঠিকাদারকে কোন পেমেন্ট দিব না’। এদিকে সংশ্লিষ্ট ঠিকাদার মামুনের সাথে কথা বললে তিনি সংশ্লিষ্ট পৌরসভার প্রকৌশলীকে দায়ী করে বলেন, কাজটি দ্রুত সম্পন্ন করা হবে।


Comments



 

বিদ্যুৎ ইউনিট বাড়ার…

শনিবার, ২০ মে, ২০২৩

সৌদি আরবের একটি বিখ্যাত…

মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী, ২০২৩

সৌদি আরবের একটি বিখ্যাত…

মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী, ২০২৩

চেয়ারম্যান ময়না সুস্থতা…

শনিবার, ২৯ জুলাই, ২০২৩

মেঘনায় বাংলাদেশ হেলথ…

মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী, ২০২৩

মেঘনায় বাংলাদেশ হেলথ…

মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী, ২০২৩

বাকেরগঞ্জে ৪টি ইউনিয়ন…

শনিবার, ২০ মে, ২০২৩

সৌদি আরবের একটি বিখ্যাত…

মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী, ২০২৩

বাকেরগঞ্জে ৪টি ইউনিয়ন…

শনিবার, ২০ মে, ২০২৩

সুনামগড় দিরাইয়ে আওয়ামীলীগের…

বুধবার, ২৩ নভেম্বর, ২০২২

গাইবান্ধা সদর হাসপাতালে…

মঙ্গলবার, ০৬ আগস্ট, ২০১৯

লৌহজংয়ের বৌলতলী ইউনিয়ন…

শনিবার, ০৫ ডিসেম্বর, ২০২০

রানীশংকৈলে অসমাপ্ত ড্রেনের…

সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯

কুমিল্লায় বিধবা ও দুই…

শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩

জরিপ

বাংলাদেশের জনগণ কখনো ভুল ভোট দেয় না, তাই এসব নিয়ে যুক্তরাজ্যের দুশ্চিন্তার কোনো কারণ নেই।—পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের এই বক্তব্যের সঙ্গে আপনি কি একমত?

মন্তব্য নেই
না
হ্যাঁ

নামাজের সময়সূচি

১৮ এপ্রিল, ২০২৫
ফজর৫:২০
জোহর১২:১২
আসর৪:৪৩
মাগরিব৫:৪৯
ইশা৭:০১
সূর্যাস্ত : ৫:৪৯সূর্যোদয়: ৬:৩৭