পাথারিয়া বাজারে বিদ্যুৎতের খুটি ও জায়গা দখলকরে ঘর নির্মাণের প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক | সংবাদ ৫২ .কম
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২৫
ক্যাটাগরি : সর্বশেষ সংবাদ
পোস্টটি শেয়ার করুন
পাথারিয়া বাজারে বিদ্যুৎতের খুটি ও জায়গা দখলকরে ঘর নির্মাণের প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

পাথারিয়া বাজারে বিদ্যুৎতের খুটি ও জায়গা দখলকরে ঘর নির্মাণের প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারে পাথারিয়া গ্রামের লন্ডন প্রবাসী সামছুল ইসলাম (রাজা) কর্তৃক সরকারী জায়গা ও বিদ্যুৎ এর খুঁটি ঘুরের ভেতরে ঢুকিয়ে ঘর নির্মাণের প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার সকাল ১০টায় বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসির আয়োজনে পাথারিয়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শত শত লোকজন অংশগ্রহন করেন।

পাথারিয়া বাজারের ইজারাদার ও পাথারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মুমিনের সভাপতিত্বে এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন,ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুর রাজ্জাক মেম্বার,ব্যবসায়ী মোশাহিদ মিয়া,ব্যবসায়ী মোঃ জাবেদ মিয়া,সাবেক ইউপি সদস্য মোঃ আক্কাস মিয়া,ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আরিফ রেজা,সদস্য হাবিজুর রহমান,বিএনপি নেতা কিবরিয়া,ব্যবসায়ী হাজী মতচ্ছির আলী,সাবেক ইউপি সদস্য আব্দুল কাইয়ূম,ব্যবসায়ী জিলা মিয়া,ব্যবসায়ী মণির মিয়া,সাবেক ইউপি সদস্য নুর মিয়া,পাথারিয়া গ্রামের পঞ্চায়েত কমিটির সভাপতি মোঃ তাঁরা মিয়া,মোঃ সুনু মিয়া,রফিক আলী,তাজুল ইসলাম ও বিএনপি নেতা সবদুল মিয়া প্রমুখ।

বক্তারা বলেন,পাথারিয়া গ্রামের মৃত রওশন আলীর ছেলে লন্ডন প্রবাসী ও আওয়ামীলীগের দোসর মোঃ সামছুল ইসলাম(রাজা) বিগত আওয়ামীলীগ সরকারের আমল থেকে ক্ষমতার অপব্যবহার করে পাথারিয়া বাজারে ব্যাক্তি মালিকানায় (১.২০)এক শতক বিশ পয়েন্ট জায়গা খরিদ করলে ও তিনি সরকারী খাস খতিয়ানের আরো (৩.৮০) তিন শতক আঁশি পয়েন্ট জায়গা আর এস রেকর্ড হাসিল করেন। ফলে তৎপর আদালত থেকে রায় পান। গত আগষ্ট মাসে ঐ জায়গার পাশে সরকারী চলাচলের রাস্তা ও ওয়াব্দার বিদ্যুৎ সঞ্চালনের খুঁটি দখল করে রাস্তার পাশে ঘর নির্মাণ করেন। এতে রাস্তাটি সরু (প্রশস্থ) না হওয়াতে গরু ব্যবসায়ীরা গোবাদি পশু নিয়ে চলাচলে বিঘ্নতা সৃষ্টি হয় এবং  টিনের চালের উপর বিদ্যুৎতের খুটি ঢুকাঁনোর কারণে বিদ্যুৎ এর তার ঝুঁলন্ত অবস্থায় থাকায় যেকোন মারাত্মক র্দূঘটনার আশংঙ্খা করছেন ব্যবসায়ীসহ সাধারন মানুষজন। তারা আরো বলেন,সরকারী খাস খতিয়ানের ১ একর ৫৮ শতক হলে ও এখন দেখা যাচ্ছে এখানে ১ একর ৪৫ শতক জায়গা দৃশ্যমান হলেও বাকি ১৩ শতক জায়গা অন্যান্য খতিয়ানে নেওয়া হয়েছে  বলে দাবি করেন এলাকাবাসি । 

এদিকে পাথারিয়া  গ্রামের এখলাছুর রহমান  ওরফে (এখলাছ মিয়া) ও বাজারে তার একটি মার্কেটে বিদ্যুৎ এর খুঁটি ঘরের ভেতরে রেখেই বিল্ডিং নির্মাণ করার ফলে আশপাশের ব্যবসায়ীরা রয়েছেন মারাত্মক ঝুকিঁর মধ্যে। যেকোন সময় ঘটে যেতে পারে মারাত্মক র্দূঘটনা। 

অপরদিকে এই ভূমিখেকো সামছুল ইসলাম(রাজা) পাথারিয়া গ্রামের মসজিদের মতোয়াল্লী থাকা অবস্থায় মসজিদের জমাকৃত সাতলাখ টাকা আত্মসাত করেছেন বলে উল্লেখ করেন। অবিলম্বে এই ভূমিখেকো সামছুল ইসলাম(রাজা)”র কবল থেকে বিদ্যুৎতের খুঁটি ও রাস্তা চলাচলের দখলকৃত জায়গা উদ্ধার করে তাকে দ্রুুত গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদানের জন্য সরকার ও প্রশাসনের নিকট জোর দাবি জানান নেতৃবৃন্দরা। 

এ ব্যাপারে অভিযুক্ত প্রবাসী সামছুল ইসলাম(রাজা)”র মোবাইল ফোন বন্ধ থাকায় তার আপন ছোটবোন জুলেন বেগমের জানান,আদালত থেকে লাল নিশান লাগিয়ে দিয়েছে। তাই আমরা ঘর বানানোর সময় বিদ্যুৎতের খুটি ঘরের ভেতরে রেখেই ঘর নির্মাণ করেছি। 

এ ব্যাপারে দিরাই বিদ্যুৎ বিভাগের(ওয়াব্দার) আবাসিক প্রকৌশলী  পরশু রাম তরফদারের সাথে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। 

কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
 


Comments



আহত ছাত্রলীগ কর্মীর…

বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯

সিরাজদিখানে মুক্তিযোদ্ধার…

সোমবার, ২৯ জুলাই, ২০১৯

ফারিয়ার একাধিক চমক

মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০

লক্ষ্মীপুরে বিয়ের দাবিতে…

মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯

জি মিউজিকের গানে আফরোজা…

শনিবার, ২৫ মার্চ, ২০২৩

চট্টগ্রাম মেডিক্যাল…

রবিবার, ০৭ জুন, ২০২০

গরিব পরিবারের ছেলে থেকে…

রবিবার, ১৮ আগস্ট, ২০১৯

দৈনিক আলোকিত সকাল সফলতার…

বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯

এনআরসি নিয়ে উদ্বিগ্ন…

শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯

'ভুল ভুলাইয়া টু'তে অভিনয়…

শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯

শ্রীনগর উপজেলার শেখ…

শনিবার, ২২ জুলাই, ২০২৩

শ্রীনগরে ভ্রাম্যমাণ…

শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯

পদ্মায় ঘুরতে এসে প্রাণ…

বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১

লৌহজংয়ে আ.লীগের বর্ধিত…

শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১

এবারের হজ্ব সীমিত আকারে…

মঙ্গলবার, ০৯ জুন, ২০২০

হযরত শেখ আহাম্মেদ আবুল…

রবিবার, ০৭ মার্চ, ২০২১

লৌহজংয়ে এসএসসি পরীক্ষার্থীর…

শুক্রবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৯

চান্দের চরে রাস্তার…

বৃহস্পতিবার, ০৮ আগস্ট, ২০১৯

প্রধান মন্ত্রীর সাথে…

সোমবার, ২৬ জুন, ২০২৩

লৌহজংয়ে আওয়ামীলীগের…

শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১

জরিপ

বাংলাদেশের জনগণ কখনো ভুল ভোট দেয় না, তাই এসব নিয়ে যুক্তরাজ্যের দুশ্চিন্তার কোনো কারণ নেই।—পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের এই বক্তব্যের সঙ্গে আপনি কি একমত?

মন্তব্য নেই
না
হ্যাঁ

নামাজের সময়সূচি

১৫ সেপ্টেম্বর, ২০২৫
ফজর৫:২০
জোহর১২:১২
আসর৪:৪৩
মাগরিব৫:৪৯
ইশা৭:০১
সূর্যাস্ত : ৫:৪৯সূর্যোদয়: ৬:৩৭