সুনামগঞ্জে বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় সংসদের আলোচনা সভা ও ধামাইল গান অনুষ্ঠিত
সুনামগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় সংসদের পরিচিত সভা অনুষ্ঠান,আলোচনা সভা ও ধামাইল গানের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার(১২ই সেম্পেম্বর) দুপুরে বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় সংসদের উদ্যোগে সুনামগঞ্জ শহরের কালিবাড়িস্থ প্রেসক্লাব মিলনায়নে এই পরিচিত সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় সংসদের সভাপতি অরুণ তালুকদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শ্যামল দেবে”র সঞ্চালনায় আলোচনা সভায় বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় সংসদের প্রধান সমন্বয় নারায়ন দাস,সংগঠনের সহ-সভাপতিসুকেল রঞ্জন তালুকদার,সহ-সভাপতি আমিনুল ইসলাম আমিন,অরুণ কান্তি দাস,সীমা তালুকদার,সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস,জেলা হেযবুত তাওহীদের সভাপতি মোঃ জাকির হোসেন, বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় সংসদের উপদেষ্ঠামাহাদ্দীব আলম,সহ সভাপতি স্বাধীন কুমার চৌধুরী,নির্বাহী সদস্য জুয়েল রানা তালুকদার,সংগঠনের সাধারন সদস্য সুমি চন্দ,সহ সাধারন সম্পাদক রনধীন চক্রবর্তী,সাংগঠনিক সম্পাদক মিহির তালুকদার,বিমান রায়,সমন্বয় পিকলু সরকার ও ঝলক তালুকদারসহ প্রমুখ।
নেবৃন্দরা বলেন সুনামগঞ্জ তথা সিলেট বিভাগর হচ্ছে সংস্কৃতির একটি উর্বর স্থান। বিশেষ করে সংস্কৃতির রাজধানী সুনামগঞ্জে হাসনরাজা,রাধারমণ দত্ত,বাউল স¤্রাট শাহ আব্দুল করিম এবং ধামাইল গ্রামের আরেক সম্রাট কবি প্রতাপ রঞ্জন তালুকদার। তাদের অসংখ্য গান বর্হিবিশ্বে বাংলাদেশ তথা সুনামগঞ্জকে সমৃদ্ধ করেছে। আগামীতে যারা নতুন প্রজন্মের শিল্পীরা তৈরী হচ্ছেন তারা নিশ্চয়ই এই সমস্ত গুনীশিল্পীদের গান আরো বেশী বেশী করে গবেষনাসহ গান পরিবেশন করে এই জেলার সুনামকে বাড়িয়ে তুলবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। পরে শিল্পীরা ধামাইল গান পরিবেশন করে দর্শকদের আনন্দ ও বিনোদনের সুযোগ করে দেন।
কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি