মুন্সিগঞ্জ সিরাজদিখান থানায় জিডি করতে একটি সাধারণ ডাইরী এন্ট্রি করতে তিন প্যাকেট বেনসন সিগারেটের দামের সমপরিমান (১২ শত) টাকা নিলেন সিরাজদিখান থানার এএসআই মাহফুজুর রহমান।
গত শনিবার সন্ধ্যা অনুমান সাড়ে ৭ টার দিকে সিরাজদিখান থানায় জিডি করতে আশা মোঃ সালমান কবীর নামে এক যুবকের কাছ থেকে ৩ প্যাকেট বেনসন সিগারেটের দামের সমপরিমান ১২ শত টাকা নগদ নিয়ে জিডি এন্ট্রি করেছেন মর্মে অভিযোগ ভুক্তভোগী ওই যুবকের।
ভুক্তভোগী যুবক মোঃ সালমান কবীর অভিযোগ করে বলেন, আমি গতকাল সন্ধ্যা অনুমান সাড়ে ৭ টার দিকে পাসপোর্ট হারানোর জিডি করতে থানায় যাই। তখন এএসআই মাহফুজুর রহমান কি ভাবে হারিয়েছে জানতে চান। আমি বলি ঢাকার পল্টন থেকে বাসযোগে আসার সময় পাসপোর্ট হারিয়ে যায়। উনি বলেন, তাহলে পল্টন চলে যান এখানে হবে না। পরে জিডিটা করার জন্য তাকে রিকুয়েষ্ট করি। তখন তিনি বলেন, দোকানে গিয়ে ৩ প্যাকেট বেনসন সিগারেট কিনে নিয়ে আসেন। আর না হয় ৩ প্যাকেট বেনসনের টাকা দিয়ে যান জিডি নিয়ে যান। পরে থানার পুকুরের অপর পাশের একটি দোকানে গিয়ে ৩ প্যাকেট সিগারেটের দাম (১২ শত)টাকা দেই।
অভিযুক্ত সিরাজদিখান থানার এএসআই মাহফুজুর রহমানের কাছে জানতে চাইলে মুঠোফোনে তিনি কথা না বোঝার বাহানায় তার বিরুদ্ধে আনিত অভিযোগের ব্যপারে এড়িয়া যান। পরক্ষনেই তিনি হোয়াটসঅ্যাপ ফোন করে প্রতিবেদককে থানায় যেতে বলেন।
সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আ.ন.ম.ইমরান খানের কাছে থানায় জিডি বা অভিযোগ করতে কোন টাকা লাগে কিনা? এমন প্রশ্ন করলে তিনি জবাবে বলেন, থানায় কোন কাজ করাতে টাকা লাগে না। আপনার থানার এএসআই মাহফুজুর রহমান একটি জিডি এন্ট্রি করতে ৩ প্যাকেট সিগারেটের দাম নিলেন কেন? আসলে আমি ছুটিতে আছি। তা না হলে আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতাম।
উল্লেখ্য, শনিবার রাত ৮ টা পর্যন্ত সিরাজদিখান থানার ডিউটি অফিসারের দায়িত্ব পালন করেন এসআই রোজিনা। এরপর ডিউটি অফিসার পরিবর্তন হয়ে এএসআই মাহফুজুর রহমান ডিউটি অফিসারে দায়িত্ব পালন শুরু করেন। এসআই রোজিনা ও এএসআই মাহফুজুর রহমান ডিউটি বদলের মাঝামাঝি সময় হওয়ায় যুবক মোঃ সালমান কবীরের জিটি এসআই রোজিনার নামে এন্ট্রি করেন এএসআই মাহফুজুর রহমান।