ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে জামায়াত ইসলামীর বিক্ষোভে উত্তাল মুন্সীগঞ্জ
মোঃ সাখাওয়াত হোসেন মানিক
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান নৃশংস গণহত্যার প্রতিবাদে ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ এর সঙ্গে সংহতি জানিয়ে মুন্সীগঞ্জে বিক্ষোভ করেছে জামায়াত ইসলামী জেলা শাখা।
সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একডেমীর সামনে থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কালেক্টর মাঠে গিয়ে শেষ হয়।
বিক্ষোভে জামায়াত ইসলামী জেলা শাখা, মুন্সীগঞ্জ সদর শাখার,পৌর শাখাসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার হাতে “ফিলিস্তিনের পাশে দাঁড়াও”, “ইসরায়েলি হামলা বন্ধ কর”, “জিহাদ করে বাঁচতে চাই” ইত্যাদি শ্লোগান দিতে থাকেন। এ সময় বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ফেনীর রাজপথ।
এ সময় বক্তারা ইসরায়েলের দখলদারিত্ব, আগ্রাসন এবং মানবতাবিরোধী গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে এ গণহত্যা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার জোর দাবি জানান। একসঙ্গে মিছিল থেকে ইসরায়েলি সকল পণ্য বয়কটের দাবী জানানো হয়।
তারিখ ০৭,০৪,২০২৫