ঈদের শর্ট ফিল্মে প্রশংসা কুরাচ্ছে নবাগত অভিনেতা অন্তু
নিজস্ব প্রতিবেদন: ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে একেমন প্রডাকসন এর ব্যানারে নির্মিত আবীর আহমেদ পিয়াস এর গল্প ও চিত্রনাট্যে দেবরাজ চক্রবর্তী এর পরিচালনায় ঈদের বিশেষ শর্ট ফিল্ম "লেবাস"। শর্ট ফিল্মটি মুক্তির পর থেকেই বিভিন্ন মাধ্যমে দর্শকের প্রসংশা কুরাচ্ছে নবাগত অভিনেতা অন্তু চক্রবর্তী।
জানাগেছে, ক্রাইম থ্রিলার জনরার এই গল্প টাকার লোভ কতটা ভয়ানক হতে পারে তা দেখা যাবে এই শর্ট ফিল্মে। এই গল্পে অন্তু এর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে নিকিতা সাহা'কে।
অন্তু জানায়, আসলে অনুভূতি খুবই অসাধারন। নতুন একটা চরিত্র এবং গল্পের মাঝে থ্রিলিং, চ্যালেঞ্জিং এক্সপ্রেসন এর দারুন খেলা ছিলো। কাজটিতে প্রতিটা ডিপার্মেন্ট আমরা সবাই একসাথে কাজ করেছি, দর্শকের কাছে কাজটি ভালো লেগেছে যার কারণে খুবই ভালো লাগা কাজ করছে।
শর্ট ফিল্মটিতে সহকারী পরিচালনা করেন ইফতিসাম চৌধুরী, ক্যামেরা ও সম্পাদনা করেন ইমন পাটোয়ারী, এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেন- মৃন্ময় অমিত, বিথি বসাক, নয়নতারা, সাগরীকা সুলতানা, আহনাফ আবিদ দোহা, সুভাস চক্রবর্তী প্রমুখ।