মুন্সীগঞ্জের চরকেওয়ারে দেশীয় পাইপ গান উদ্ধার
মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ারে একটি দেশীয় পাইপ গান ও লোহার তৈরী হাতুরি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে ইউনিয়নের দক্ষিণ চরমশুরা এলাকার বিল্লাল হাজীর বাড়ির সামনের পাকা রাস্তার পাশে একটি হলুদ রঙ্গের ওড়না পেচানো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সজীব দে।
তিনি বলেন, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা কয়েকজন ব্যাক্তিরা দৌড়ে পালিয়ে যায় পরে পুলিশ উক্ত স্থানে তল্লাশি করে অস্ত্র উদ্ধার করে জব্দ করা হয়। আসামী গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে একই দিন দুপুর ১২ টার দক্ষিণ চরমশুরা এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি সমর্থকদের আশ্রয়ে আওয়ামী লীগ সন্ত্রাসীদের সশস্ত্র হামলায় স্থানীয় বিএনপির সমর্থকদের বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
ধারণা করা হচ্ছে লুটপাট জড়িত সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ফেলে রেখে চলে যায়।