রাজাপুরের নারীকেল বাড়িয়ায় শ্রীশ্রী হরি চাঁদ ঠাকুরের জন্মদিন উপলক্ষে দুইদিনব্যাপী ধর্মী অনুষ্ঠানা সম্পন্ন।
আলমগীর শরীফ, ঝালকাঠি থেকেঃ-
ঝালকাঠির রাজাপুরের নারীকেল বাড়িয়া হরেন্দ্র নাথ হাওলাদার বাড়ি মন্দিরে শ্রীশ্রী হরি চাঁদ ঠাকুরের জন্মদিন পালন উপলক্ষে ২৮ ও ২৯ মার্চ/২০২৫ ইং দুইদিনব্যাপী হরিনাম মহাযজ্ঞ ও ধর্মীয় আলোচনা যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান রাজিব হালদারের সভাপতিত্বে ও তপন কুমার হাওলাদারের পরিচানায় সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন সমর কৃষ্ণ মিত্র, হিমাংশু কুমার বৈরাগী, জয়ন্তী রায়, রিনা হালদার,সাথী হাওলাদার, অর্চনা সূতার ও মল্লিকা হালদার সহ অনেকে। উক্ত অনুষ্ঠানে দঃ তারাবুনিয়া, নৈকাঠি, লেবুবুনিয়া, কাঠিপাড়া, রাজাপুর, কাউখালী, কানুনিয়া ও ফুলহার থেকে প্রয় ১০টি দল অংশগ্রহন করেন। এই অনুষ্ঠানে প্রায় হাজার অধিক সনাতন ধর্মাবলম্বী মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আলোচনা ও সাংগীত পরিবেশিত হয়।