মুন্সীগঞ্জ পৌরসভার তিন নং ওয়ার্ড বিএনপি ও যুসমাজের ইফতার-দোয়া মাহফিল
বিএনপি চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র সম্পূর্ণ সুস্থতা এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল হাইয়ের দ্রুত রোগমুক্তি কামনায়
দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
তিন নং ওয়ার্ড বিএনপি ও যুবসমাজের আয়োজনে বৃহস্পতিবার শহরের দর্পনা কমিউনিটি সেন্টারে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও মুন্সীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক এ কে এম ইরাদত মানু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ (সাবেক কমিশনার), সদস্য সচিব এডভোকেট মাহবুব উল আলম স্বপন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী লিটন (সাবেক কমিশনার), তিন নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সহসভাপতি মোজাম্মেল হোসেন সজল, তিন নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান হিরন, বর্তমান সাধারণ সম্পাদক সোহেল আরমান টগর, ছাত্রনেতা সাইফুল ইসলাম অভিসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।
।