কর্ণফুলীতে হাতির আক্রমণে শিশুর মৃত্যু,লাশ নিয়ে সড়ক অবরোধ করে প্রতিবাদ, দীর্ঘ যানজটে জনভোগান্তি
এম ইমরান বিন ইসলাম, চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলীতে বন্যহাতির আক্রমণে ৩ মাস বয়সী মোঃ আরমান জাওয়াদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
গত শুক্রবার (২১ মার্চ) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বড়উঠান (৫ নম্বর ওয়ার্ড) শাহমীরপুর জমাদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার মোহাম্মদ ইব্রাহীমের ছেলে।
এ ঘটনায় শিশুটির মা খদিজা বেগম (৩০) গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহত শিশুর পিতা মোহাম্মদ ইব্রাহীম বলেন, রাতে আমার ঘরে হাতি ডুকে আমার ৩ মাসের ছেলে শিশু কে আক্রমণ করে এতেই আমার ছেলে মারা যায়। তার মা আমার স্ত্রী গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমার সন্তান ও স্ত্রীর প্রাণের বিনিময়ে হলেও হাতি নিরসনের সমাধান আসুক। এটাই এখন আমার চাওয়া।
এদিকে এ ঘটনার প্রতিবাদে নিহত শিশুটির লাশ নিয়ে আজ শনিবার ভোর ৬টা থেকে পিএবি সড়ক দৌলতপুর স্কুল এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। হাতি নিরসনের দাবিতে তাদের অবরোধে ঘণ্টার পর ঘণ্টা পিএবি সড়কে হয়ে বন্ধ থাকে যান চলাচল।
এর ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে আশপাশের সড়কগুলোতে। ভোগান্তিতে পড়ছেন কেপিজেডের কর্মচারী ও চট্টগ্রাম শহরের চাকুরীরত হাজার হাজার কর্মজীবিও মধ্যম আয়ের মানুষ।
বিক্ষোভকারীদের দাবি হাতি নিরসনের সমাধান যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত তারা রাস্তা থেকে সড়ে দাঁড়াবেন না। প্রশাসন, বনবিভাগ ও কেপিজেডের লোকজন এইখানে রাস্তায় এসে হাতি নিরসনের সমাধান দিতে হবে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ ও ওসি তদন্ত শাফিউল ইসলাম বলেন, কর্ণফুলী উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি এগারোটার দিকে নিয়ন্ত্রণ আসে। এবং বিক্ষুব্ধ জনতা সড়ক থেকে সরে করে গাড়ি চলাচলের সুযোগ করে দেয়।
যদিও বিক্ষোভস্থানে প্রশাসন এসে হাতি নিরসনের সমাধান না দিলে রাস্তা ছাড়বেন না বলে জানিয়েছে বিক্ষোভকারীরা।
আনোয়ারা উপজেলা বিএনপি নেতা নুরুল আজিম বলেন, কর্ণফুলী উপজেলা প্রশাসন লিখিত আশ্বাস দিয়েছেন। তারা আগামী চার দিনের মধ্যে বন বিভাগ,জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের সাথে কথা বলে হাতি অপসারণের জন্য বৈঠক করবেন এবং হাতি অপসারনে একত্রিত হয়ে কাজ করবেন। তারই প্রেক্ষিতে বিক্ষুব্ধ জনতা আজ কর্মসূচি এখানে স্থগিত করেছেন। এবং আমরা আরো হুঁশিয়ারি দিতে চাই নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের এই দাবি আদায় না হলে। আগামীতে আনোয়ারা কর্ণফুলীবাসীকে একত্রিত করে আরো বড় আন্দোলনের ডাক দিবে। তিনি সকলের উদ্দেশ্যে আরো বলেন, আশা করি হাতি অপসারণ না হওয়া পর্যন্ত সকলেই নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করবেন।
রিপোর্ট : এম ইমরান বিন ইসলাম,চট্টগ্রাম জেলা প্রতিনিধি,চট্টগ্রাম।
তাং: ২২/০৩/২৫ইং,০১৩০২০৫৯৯৪০।