লৌহজংয়ের গোয়ালিমান্দ্রায় প্রথমবারের মতো বড় মাদকবিরোধী অভিযান, আটক ১৮

নিউজ ডেস্ক | সংবাদ ৫২ .কম
আপডেট : ২১ মার্চ, ২০২৫
ক্যাটাগরি : সর্বশেষ সংবাদ
পোস্টটি শেয়ার করুন
Sangbad52

লৌহজংয়ের গোয়ালিমান্দ্রায় প্রথমবারের মতো বড় মাদকবিরোধী অভিযান, আটক ১৮

লৌহজং প্রতিনিধিঃ সহিদ সুরুজ 

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালিমান্দ্রায় প্রথমবারের মতো বড় পরিসরে মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে।  

 

শুক্রবার (২১ মার্চ ২০২৫) ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ১৮ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।  

অভিযান পরিচালনা করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নেছার উদদীন এবং এতে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, আনসার ও গোয়েন্দা সংস্থার সদস্যরা অংশ নেন।

 

অভিযানে বিভিন্ন ধরনের নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়, যার মধ্যে রয়েছে—

ইয়াবা: ৭৩০ পিস

হেরোইন: ২০ গ্রাম

আইস (ক্রিস্টাল মেথ): ৪ গ্রাম

গাঁজা: ১০০ গ্রাম

মাদক বিক্রির নগদ অর্থ ও স্বর্ণালংকার

 

এই বিশেষ অভিযানে নেতৃত্ব দেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এছাড়া অভিযানে অংশ নেন লৌহজং সহকারী কমিশনার (ভূমি),বাংলাদেশ সেনাবাহিনী,র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব),

লৌহজং থানা ও পদ্মা উত্তর থানার পুলিশ সদস্যরা,

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ,ব্যাটালিয়ন আনসার সদস্যরা।

 

 এদিকে দীর্ঘদিন ধরে গোয়ালিমান্দ্রা মাদক ব্যবসার জন্য কুখ্যাত ছিল। প্রশাসনের তথ্য অনুযায়ী, এই এলাকা মাদক কারবারিদের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিত ছিল, যেখানে ইয়াবা, হেরোইন, আইস ও গাঁজার অবৈধ বেচাকেনা চলত।  

এবং বিভিন্ন স্থানে চুরি ও ডাকাতি হওয়া মালামাল ক্রয় বিক্রয় করা হতো, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে প্রশাসন দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি চালিয়ে অবশেষে এই বড় ধরনের অভিযান পরিচালনা করে।

 

আটককৃতদের বিরুদ্ধে লৌহজং থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাদক চক্রের মূল হোতাদের চিহ্নিত করে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

লৌহজং উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এই কঠোর অবস্থানের ফলে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে। স্থানীয়দের প্রত্যাশা, নিয়মিত অভিযান চালিয়ে গোয়ালিমান্দ্রাকে মাদকমুক্ত করা হবে।


Comments



আহত ছাত্রলীগ কর্মীর…

বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯

সিরাজদিখানে মুক্তিযোদ্ধার…

সোমবার, ২৯ জুলাই, ২০১৯

লক্ষ্মীপুরে বিয়ের দাবিতে…

মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯

ফারিয়ার একাধিক চমক

মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০

চট্টগ্রাম মেডিক্যাল…

রবিবার, ০৭ জুন, ২০২০

গরিব পরিবারের ছেলে থেকে…

রবিবার, ১৮ আগস্ট, ২০১৯

শ্রীনগর উপজেলার শেখ…

শনিবার, ২২ জুলাই, ২০২৩

দৈনিক আলোকিত সকাল সফলতার…

বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯

জি মিউজিকের গানে আফরোজা…

শনিবার, ২৫ মার্চ, ২০২৩

'ভুল ভুলাইয়া টু'তে অভিনয়…

শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯

গজেরিয়ার বাউসিয়ায়…

বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

শ্রীনগরে ভ্রাম্যমাণ…

শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯

এনআরসি নিয়ে উদ্বিগ্ন…

শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯

হযরত শেখ আহাম্মেদ আবুল…

রবিবার, ০৭ মার্চ, ২০২১

লৌহজংয়ে আ.লীগের বর্ধিত…

শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১

পদ্মায় ঘুরতে এসে প্রাণ…

বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১

এবারের হজ্ব সীমিত আকারে…

মঙ্গলবার, ০৯ জুন, ২০২০

লৌহজংয়ে এসএসসি পরীক্ষার্থীর…

শুক্রবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৯

লৌহজংয়ে আওয়ামীলীগের…

শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১

চান্দের চরে রাস্তার…

বৃহস্পতিবার, ০৮ আগস্ট, ২০১৯

জরিপ

বাংলাদেশের জনগণ কখনো ভুল ভোট দেয় না, তাই এসব নিয়ে যুক্তরাজ্যের দুশ্চিন্তার কোনো কারণ নেই।—পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের এই বক্তব্যের সঙ্গে আপনি কি একমত?

মন্তব্য নেই
না
হ্যাঁ

নামাজের সময়সূচি

১৯ এপ্রিল, ২০২৫
ফজর৫:২০
জোহর১২:১২
আসর৪:৪৩
মাগরিব৫:৪৯
ইশা৭:০১
সূর্যাস্ত : ৫:৪৯সূর্যোদয়: ৬:৩৭