লৌহজংয়ের গোয়ালিমান্দ্রায় প্রথমবারের মতো বড় মাদকবিরোধী অভিযান, আটক ১৮
লৌহজং প্রতিনিধিঃ সহিদ সুরুজ
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালিমান্দ্রায় প্রথমবারের মতো বড় পরিসরে মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ ২০২৫) ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ১৮ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
অভিযান পরিচালনা করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নেছার উদদীন এবং এতে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, আনসার ও গোয়েন্দা সংস্থার সদস্যরা অংশ নেন।
অভিযানে বিভিন্ন ধরনের নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়, যার মধ্যে রয়েছে—
ইয়াবা: ৭৩০ পিস
হেরোইন: ২০ গ্রাম
আইস (ক্রিস্টাল মেথ): ৪ গ্রাম
গাঁজা: ১০০ গ্রাম
মাদক বিক্রির নগদ অর্থ ও স্বর্ণালংকার
এই বিশেষ অভিযানে নেতৃত্ব দেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এছাড়া অভিযানে অংশ নেন লৌহজং সহকারী কমিশনার (ভূমি),বাংলাদেশ সেনাবাহিনী,র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব),
লৌহজং থানা ও পদ্মা উত্তর থানার পুলিশ সদস্যরা,
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ,ব্যাটালিয়ন আনসার সদস্যরা।
এদিকে দীর্ঘদিন ধরে গোয়ালিমান্দ্রা মাদক ব্যবসার জন্য কুখ্যাত ছিল। প্রশাসনের তথ্য অনুযায়ী, এই এলাকা মাদক কারবারিদের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিত ছিল, যেখানে ইয়াবা, হেরোইন, আইস ও গাঁজার অবৈধ বেচাকেনা চলত।
এবং বিভিন্ন স্থানে চুরি ও ডাকাতি হওয়া মালামাল ক্রয় বিক্রয় করা হতো, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে প্রশাসন দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি চালিয়ে অবশেষে এই বড় ধরনের অভিযান পরিচালনা করে।
আটককৃতদের বিরুদ্ধে লৌহজং থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাদক চক্রের মূল হোতাদের চিহ্নিত করে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
লৌহজং উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এই কঠোর অবস্থানের ফলে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে। স্থানীয়দের প্রত্যাশা, নিয়মিত অভিযান চালিয়ে গোয়ালিমান্দ্রাকে মাদকমুক্ত করা হবে।