পাঁচবিবিতে ৩টি কারখানাকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
মোঃ আল আমিন
জয়পুরহাট প্রতিনিধি।
জয়পুরহাটের পাঁচবিবিতে বিএসটিআই সনদ ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন, মোড়কজাত ও বাজারজাত করার অভিযোগে তিনটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এতে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ (বুধবার) দিনব্যাপী উপজেলা প্রশাসন ও নওগাঁ বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের সমন্বয়ে পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়।
কোন কোন কারখানায় জরিমানা ১. গনেশপুর গ্রামের আনোয়ার হোসেনের লাচ্ছা সেমাই কারখানায় বিএসটিআই অনুমোদন (সিএম সনদ) না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 2. মালঞ্চা গ্রামের শাহাদাত হোসেনের লাচ্ছা সেমাই কারখানায় একই অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
3. রাখী সুইটমিট কারখানায় সিএম সনদ ছাড়াই ফার্মেন্টেড মিল্ক পণ্য উৎপাদনের কারণে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বেলায়েত হোসেন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই নওগাঁ কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মো. সাখাওয়াত হোসেন।
বিএসটিআই কর্মকর্তা জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।