নিউমার্কেট মাছ বাজার স্থানান্তরে ব্যবসায়ীদের আপত্তি

নিউজ ডেস্ক | সংবাদ ৫২ .কম
আপডেট : ১৯ মার্চ, ২০২৫
ক্যাটাগরি : সর্বশেষ সংবাদ
পোস্টটি শেয়ার করুন
Sangbad52

নিউমার্কেট মাছ বাজার স্থানান্তরে ব্যবসায়ীদের আপত্তি

 

মাহিদুল ইসলাম ফরহাদ 

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধ

 

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের নিউ মার্কেট মাছ বাজার স্থানান্তরে আপত্তি জানিয়েছেন খুচরা মাছ ব্যবসায়ী সমিতির ব্যবসায়ীরা। শতাধিক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় এ আপত্তি। এরই মধ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও জেলা প্রশাসক বরাবর কর্তৃপক্ষকে লিখিতভাবে আপত্তির বিষয়টি জানিয়েছেন সমিতির নেতারা।

 

চাঁপাইনবাবগঞ্জ খুচরা মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি ইউসুফ আলী লিখিত আপত্তিতে জানা গেছে ১৯৭৭ সাল থেকে জেলা শহরের নিউ মার্কেট বাজারে খুচরা মাছের ব্যবসা করে আসছে। মাছ বাজারটির দক্ষিণে রয়েছে গরু-খাসির মাংসের বাজার, কাঁচা সবজি বাজার, মুদি পণ্যের দোকান। ভোক্তা খুব সহজেই মাছ সহ নিত্য প্রয়োজনীয় বাজার করতে পারছিলেন। কিন্তু সম্প্রীতি খুচরা মাছ ব্যবসায়ীরা জানতে পারে নিউ মার্কেটের বর্তমান মাছ বাজার টি জেলা শহরের ফায়ার সার্ভিস মোড়ের পানির টাংকির মাঠে স্থানান্তর করা হচ্ছে। এমনটি হলে নিউ মার্কেটের শতাধিক খুচরা মাছ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে।

 

চাঁপাইনবাবগঞ্জ খুচরা মাছ ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মুকুল রহমান জানিয়েছেন জেলার ভোক্তাদের জীবনযাত্রার সুবিধার্থে মাছ বাজার স্থানান্তরে আপত্তি জানানো হয়েছে। মাছ বাজার স্থানান্তর করা হলে মহা বিপদে পড়েবেন ভোক্তারা। তিনি আরও বলেন নিউ মার্কেটে একজন ভোক্তা কাঁচা সবজি ও মুদি সামগ্রী সহজেই ক্রয় করতে পারছিলেন। তবে মাছ বাজারটি স্থানান্তরিত হলে মাছ কিনতে যেতে হবে প্রায় ১ কিলোমিটার। ফলে ভোক্তাদের ব্যয় বেড়ে যাবে। যে স্থানে মাছ বাজার করা হচ্ছে সেটি জনবহুল এলাকা নয়। বর্তমান নিউ মার্কেটের মাছ বাজারটি শহরের প্রাণকেন্দ্রে রয়েছে। এ মাছ বাজার স্থানান্তর হলে ক্ষতিগ্রস্ত হবেন খুচরা ব্যবসায়ীরা।

 

এ ব্যাপারে চাঁপাইবাবগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মামুন অর রশীদ জানান, জেলা শহরের প্রাণকেন্দ্রে পাইকারি মাছ বাজারটির কারনে সাধারণ মানুষসহ অফিস আদালতে চলতে ফিরতে অসুবিধা হচ্ছিল। এ ব্যস্ত এলাকা থেকে মাছ বাজারটি আউটসাইডে নির্মাণ করার পরিকল্পনা করা হয়েছে। এতদিনে বাস্তবায়নের প্রক্রিয়ায় শেষ হয়েছে। তবে এখনো কাজ শুরু হয়নি। যে স্থানে কাজ শুরু হবে সেখানে বেশ কিছু সরকারি গাছ রয়েছে। গাছ গুলো কেটে ফেলার জন্য গভমেন্টের কাছে চিঠি দেয়া হয়েছে এপ্রুভ আসলেই নির্মাণ কাজ শুরু করা হবে। উক্ত মাছ বাজারটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬৭ লাখ টাকা।


Comments



আহত ছাত্রলীগ কর্মীর…

বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯

সিরাজদিখানে মুক্তিযোদ্ধার…

সোমবার, ২৯ জুলাই, ২০১৯

লক্ষ্মীপুরে বিয়ের দাবিতে…

মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯

ফারিয়ার একাধিক চমক

মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০

চট্টগ্রাম মেডিক্যাল…

রবিবার, ০৭ জুন, ২০২০

গরিব পরিবারের ছেলে থেকে…

রবিবার, ১৮ আগস্ট, ২০১৯

শ্রীনগর উপজেলার শেখ…

শনিবার, ২২ জুলাই, ২০২৩

দৈনিক আলোকিত সকাল সফলতার…

বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯

জি মিউজিকের গানে আফরোজা…

শনিবার, ২৫ মার্চ, ২০২৩

'ভুল ভুলাইয়া টু'তে অভিনয়…

শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯

গজেরিয়ার বাউসিয়ায়…

বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

শ্রীনগরে ভ্রাম্যমাণ…

শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯

এনআরসি নিয়ে উদ্বিগ্ন…

শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯

হযরত শেখ আহাম্মেদ আবুল…

রবিবার, ০৭ মার্চ, ২০২১

লৌহজংয়ে আ.লীগের বর্ধিত…

শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১

পদ্মায় ঘুরতে এসে প্রাণ…

বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১

এবারের হজ্ব সীমিত আকারে…

মঙ্গলবার, ০৯ জুন, ২০২০

লৌহজংয়ে এসএসসি পরীক্ষার্থীর…

শুক্রবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৯

চান্দের চরে রাস্তার…

বৃহস্পতিবার, ০৮ আগস্ট, ২০১৯

লৌহজংয়ে আওয়ামীলীগের…

শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১

জরিপ

বাংলাদেশের জনগণ কখনো ভুল ভোট দেয় না, তাই এসব নিয়ে যুক্তরাজ্যের দুশ্চিন্তার কোনো কারণ নেই।—পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের এই বক্তব্যের সঙ্গে আপনি কি একমত?

মন্তব্য নেই
না
হ্যাঁ

নামাজের সময়সূচি

১৯ এপ্রিল, ২০২৫
ফজর৫:২০
জোহর১২:১২
আসর৪:৪৩
মাগরিব৫:৪৯
ইশা৭:০১
সূর্যাস্ত : ৫:৪৯সূর্যোদয়: ৬:৩৭