লৌহজংয়ে অবৈধ ৭টি ড্রেজার মেশিন বিনষ্ট এবং ১লাখ টাকা জরিমানা
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় গতকাল রবিবার দুপুরে ৩ ঘটিকায় উপজেলার পদ্মা নদীর তীরবর্তী এলাকায় বিভিন্ন স্থানে অবৈধ ড্রেজার বানিজ্য বিরুদ্ধে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে এসময় ৭টি অবৈধ ড্রেজার মেশিন হাতুড়ি দিয়ে ভেঙে ও মেশিনের মধ্যে বালু ভরে বিনষ্ট করা হয় এবং ১ লাখ টাকা জরিমানা করা হয়।
লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন এর নির্দেশ ক্রমে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ইমরান। অভিযান পরিচালনা সময় লৌহজং থানা পুলিশ, আনসার ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীগণ উপস্থিত ছিল।
লৌহজং উপজেলা সহকারী কমিশনার( ভূমি) আব্দুল্লাহ আল ইমরান জানান, পদ্মা নদীর তীরে ৭টি অবৈধ ড্রেজার মেশিন বিনষ্ট করা হয়েছে। ড্রেজার থেকে একজন আটক করা হয় তাকে ৫০হাজার টাকা জরিমানা এবং কৃষি কাঁটা অপরাধে অভিযুক্তকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো বলেন এই উপজেলায় কৃষি জমি বিনষ্ট ও অবৈধ ড্রেজিং মেশিন বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। উপজেলা দায়িত্ব নেয়ার পর থেকে অনেক অভিযোগ পেয়েছে আজ বড় আকারে প্রথম অভিযান করলাম।
লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন বলেন, আমি ও সহকারী কমিশনার (ভূমি) এই উপজেলায় নতুন বর্তমান সরকারের প্রতিনিধি হিসেবে রয়েছি। সরকারি সেবাটুকু সর্বোচ্চ দেওয়াই আমাদের মূল লক্ষ্য। এখানে আসার পর অসংখ্য সাধারণ মানুষের অভিযোগ পেয়েছি অবৈধ ড্রেজার বানিজ্য ও কৃষি জমি ভরাট, মাটি কেঁটে পকেটে তৈরি, আবার ভরাট বাণিজ্য, এই উপজেলা যারা বসবাস করেন তাদের কল্যাণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে সরকারি আইনের আওতায় থেকে সে যেই হোক না কোন অনৈতিক বা বেআইনি কাজ করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ চলমান থাকবে।