কুমিল্লা দেবিদ্বারে ৫ জনকে অচেতন করে দুর্ধর্ষ চুরি"
-----------------------------------
মিজানুর রহমান "
স্টাফ রিপোর্টার
------------------------
দেবিদ্বার পৌরসভার ফিসারি সংলগ্ন এলাকার অফসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদের বাসায় চেতনানাশক ওষুধ স্প্রে করে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ওই পরিবারের ৫ জন সদস্যকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কয়েকজনের জ্ঞান ফিরলেও শারীরিকভাবে বেশ অসুস্থ হারুনুর রশিদ ও ওনার ছেলে জামির হোসেনের স্ত্রী ও দুই বাচ্চার। সোমবার (২৪ ফেব্রুয়ারী)দিবাগত রাতে ঘটে ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গেছে,দেবিদ্বার অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আলহাজ্ব হারুনুর রশিদ হোল্ডিং নম্বর ৭৫৩/৬ এক তালার বাসায় পরিবার নিয়ে থাকেন। সোমবার গভীর রাতে একদল ডাকাত রান্নাঘরের ভেন্টিলেটর ভেঙ্গে ভিতরে প্রবেশ করে চেতনানাশক ওষুধ স্প্রে করে সবাইকে অচেতন করে দেয়। পরে নগদ টাকা ৫ টি এন্ড্রোয়েড মোবাইল ও স্বর্ণালংকাসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে চলে যায়।
সোমবার সকালে প্রতিবেশীরা সকল ঘরের দরজা-জানালা বন্ধ এবং রান্নাঘরের ভেন্টিলেটর ভাঙা দেখে বিষয়টি জানতে পারেন। পরে অজ্ঞান অবস্থায় ৫ জনকে উদ্ধার করে দেবিদ্বার সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে গুরুতর অসুস্থ হারুনুর রশিদসহ সবাইকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা রেফার করে। এরমধ্যে হারুনুর রশিদের অবস্থা আশঙ্কাজনক।
সকালে স্থানীয়রা দেবিদ্বার থানাকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
মিজানুর রহমান "
মোবাইল ০১৮১৮৮৭৪২৫০