লালপুরে বিএনপিকে নিয়ে ঠেলাঠেলি আওয়ামী লীগ তুমি কার।
এ জেড সুজন মাহমুদ,
লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে দুয়ারিয়া ইউনিয়নের মালিপাড়া গ্রামে গত ১৫ ফেব্রুয়ারি একই এলাকার ডাবলু ও আশিকের সমর্থকরা জমিজমা নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষে জড়ায়। এতে বেশ কয়েকজন আহত হয়। এঘটনায় একে ওপরকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে প্রতিপক্ষের বিচার দাবি করে সংবাদ সম্মেলন করেছেন।
মঙ্গলবার বিকেলে উপজেলার দূর্গাপুর গ্রামে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজেদের বিএনপির ত্যাগী কর্মী দাবি করে ডাবলুর সমর্থকরা। এসময় তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
এর আগে, গত ২০ ফেব্রুয়ারী আশিকের সমর্থকরা নিজেদের বিএনপির কর্মী দাবি করে প্রতিপক্ষকে আওয়া মী লীগ ট্যাগ দিয়ে মারধর ও বাড়িঘর ভাংচুরের বিচার দাবি করে সংবাদ সম্মেলন করেন।
এ বিষয়ে আশিককে একাধিকবার ফোন দিলেও ফোন রিসিভ করেন নাই।
এঘটনায় এলাকায় আতং বিরাজ করেছে। দলমতের উর্ধ্বে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে আইনশৃঙ্খলা বাহিনী এ মনটা প্রত্যাশা সকলের।