গজারিয়ার নতুন চরচাষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
চুরি অভিযোগ।
মুকবুল হোসেন,মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলা গুয়াগাছিয়া ইউনিয়ন ৭২ নং নতুন চরচাষী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
গত মঙ্গলবার গভীর রাতে অজ্ঞাতনামা কতিপয় চোর অফিস কক্ষের তালার লকআপ কেটে চুরি করেছে বলে প্রধান শিক্ষক ও স্থানীয়দের দাবি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিন জানান অফিসে থাকা আলমারিতে দুইটি ল্যাপটপ,একটি প্রজেক্টর,নগদ ৫৫ হাজার টাকা ও আনুষাঙ্গিক যন্ত্রপাতি চুরি করে নিয়েছে। বুধবার সকাল সাড়ে ৮ ঘটিকার সময় বিদ্যালয় সহকারী শিক্ষিকা হাসিনা আক্তার মোবাইলে প্রথম চুরির সংবাদ জানান। প্রধান শিক্ষক আল আমিন সংবাদ পেয়ে সরজমিনে উপস্থিত হয়ে স্কুল কর্তৃপক্ষ, সহকারী শিক্ষা অফিসার ও গজারিয়া থানা কর্মকর্তা কে অবগত করেন চুরি হওয়া ঘটনাটি। স্কুল ব্যবস্থাপনা পরিচালনা কমিটির সাবেক সভাপতি, বিএনপি নেতা মুকবুল হোসেন মেম্বার, বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা সদস্য কাশেম ও জাতীয়তাবাদী মৎস্যজীবী নেতা রবিউল জানান এলাকার কতিপয় মাদক সেবনকারী বিভিন্ন চুরি ছিনতাই ঘটনায় জড়িত চিহ্নিত একটি চক্রের সদস্যরা এই কাজ করেছে। দুইটি ল্যাপটপ চুরি করে বিদ্যালয়ের বহুদিনের সংরক্ষিত নানাবিধ গুরুত্বপূর্ণ তথ্য বিলুপ্ত করে দিয়েছে চোর চক্র।
স্থানীয়দের দাবি সন্দেহভাজন যে কোন সদস্যকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদে বের হবে প্রকৃত চোরের রহস্য। গজারিয়া থানা অফিসার ইনচার্জ আনোয়ারুল আলম জানান সংবাদ পেয়ে থানার পুলিশ অফিসার সরজমিনে পরিদর্শন করেছে। চিহ্নিত চোরচক্রের সদস্যদের ধরার চেষ্টা অব্যাহত আছে।