রাজাপুরে সংবাদকর্মীদের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মতবিনিময় সভা
আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-
ঝালকাঠির রাজাপুরে সংবাদকর্মীদের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মতবিনিময় সভা অুনষ্ঠিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারী ২০২৫ বিকেল ৫ ঘটিকায় রাজাপুর সদরের উপজেলা সড়কে "চায়ের আড্ডা নামক ক্যাফে" ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন ঝালকাঠি জেলা শাখার সভাপতি ইব্রাহিম আল হাদী , রাজাপুর শাখার সাধারণ সম্পাদক , যুগ্ম-সাধারণ সম্পাদকসহ অনেকে। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সহ-সভাপতি হেদায়েতুল্লাহ ফয়েজী, যুব আন্দোলনের জেলা সভাপতি মিজানুর রহমান, উপজেলা সেক্রেটারি বায়েজিদ হক ফরাজী, উপজেলা যুব আন্দোলন সভাপতি ইব্রাহিম খলিল, শ্রমিক আন্দোলন সভাপতি হুমায়ুন কবীর, ছাত্র আন্দোলনের সহ-সভাপতি মফিজুর রহমানসহ রাজাপুর সাংবাদিক ক্লাবের সহ-সভাপতি আতিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মঈনুল হক লিপু, সহ সভাপতি অহিদ সাইফুল, সহ সভাপতি লিনূ মাতুব্বর, সাংবাদিক জুয়েল, সোহেল, বুলবুল মল্লিক , রাব্বি, নবীন মাহমুদ, হাসিবুর রহমান ও সাজ্জাত বিশ্বাস। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজাপুর শাখার নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে বলেন, ২৪ শের গনঅভ্যুত্থান সব থেকে বেশি ভূমিকা আমাদের , প্রায় ১৬ বছর পর মুক্ত দেশে কথা বলার সুযোগ পেয়ে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে শুকরিয়া আদায় করছি। মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতৃবৃন্দরা।
।