কেরানীগঞ্জ এর উন্নয়ন আমান ভাইয়ের দুই নয়ন স্লোগান এ মুখরিত বাঘাপুর স্কুল এন্ড কলেজ -
মোঃ কুতুব উদ্দিন
ঢাকা
কেরানীগঞ্জ আব্দুল্লাহপুর এর বাঘাপুর স্কুল এন্ড কলেজ মাঠে আগমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি কেরানীগঞ্জ মহানয়ায়ক জনাব আমানউল্লা আমান বিগত সময়ের অসংখ্য বারে এমপি উক্ত স্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীয়া পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হন-
বিগয় সময়ের বিভিন্ন খাতে উন্নয়ন মূলক কাজের কথা তুলে ধরে বক্তব্য রাখেন জনাব আমানউল্লাহ আমান।
দলের বিভিন্ন শ্রেনীর নেতাকর্মী উপস্থিত হন উক্ত অনুষ্ঠানে, বাস্তা ইউনিয়ন এর নেতা কর্মী অলিউল্লাহ, সেলিম জিন্নত আলী,রিয়াজুল,জাকির হোসেন,নাসির খাঁন প্রমুখ,
অনুষ্ঠানে জনাব আমানউল্লাহ আমান বলেন বিগত সময়ের চেয়েও আরও অধিক কার্যক্রমে হাত দিবেন আগামীতে যদি আল্লাহ সুযোগ করে দেন। স্কুল এন্ড কলেজ এর বিভিন্ন উন্নয়ন মূলক উন্নতি করবেন আশা ব্যাক্ত করেন এলাকাবাসীর বিভিন্ন সুযোগ সুবিধার কথা ও তুলে ধরেন।
কেরানীগঞ্জ চাদাবাজি জবর দখল চলবেনা নেশা দ্রব্য সেবন ও বিক্রি চলবেনা বলে সাহস জুগিয়েছেন কেরানীগঞ্জ এর জনসাধারণের মনে।