কেরানীগঞ্জ এর বাঘাপুর স্কুল এন্ড কলেজ মাঠ জন সমুদ্রে পরিনত -
ঢাকা কেরানীগঞ্জ আব্দুল্লাহপুর এ বাঘাপুর স্কুল এন্ড কলেজ মাঠে জন সমুদ্রে পরিণত হয়েছে-
দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ জাতীয়বাদী (দল বি এন পি) অসংখ্য বারের এমপি প্রক্তন ডাকসু ভিপি কেরানীগঞ্জ এর সাধারণ মানুষের নন্দিত জননেতা জনাব আমানউল্লাহ আমান প্রধান অতিথি হয়ে আসেন আজকের দিনে বাঘা পুর স্কুল এন্ড কলেজ ৫৯ তম বার্ষিক ক্রোয়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে।
আরও অন্যে অতিথি ব্যারিস্টার ইরফান ইবনে আমান উল্লাহ আমান,
স্কুল কলেজের গভর্নিং এবং উপজেলা নির্বাহী অফিসার জনাবা রিনাত ফৌজিয়া,
কেরানীগঞ্জ এর বিভিন্ন স্তরের নেতা কর্মী গণ,
সুমন আহমেদ,অলিউল্লাহ সেলিম,ফিরোজ মিয়া, জিন্নত আলী বিল্লাল হোসেন,বিগত চেয়ারম্যান সামসুল হক প্রমূখ।
সারাদিন ব্যাপী বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে চলে জয়ধ্বনী উন্নয়ন মূলক শিক্ষা মূলক কথা বলেছেন ন্বতাক নেতাকর্মী রা আরও ব্যাক্তিবর্গ উপস্থিত থেকে অনুষ্ঠান সাফল্যম্নডিত করেন।
।