পবিত্র শবে বরাত নিয়ে ফেবুকে কটুক্তি
রুবেল হুসাইন বরগুনা জেলা প্রতিনিধিঃ
পবিত্র শবে বরাত নিয়ে ফেবুকে বাজে মন্তব্য করে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের সৃষ্টি করেছেন এক যুবক। এমন পোষ্টে সকল ধর্ম প্রান মুসল্লীদের নিন্দার ঝড়।
ফেবুকে শবে বরাত নিয়ে কটুক্তিকারী আমতলী পৌরসভার ৮নং ওয়ার্ডর মোঃ শানু রাজের ছেলে মোঃ রাসেল রাজ (৪০)। পেশায় তিনি রাজ মিস্ত্রি।
ফেইসবুক পোস্টে দেখা যায় Md Rasel Amtali নামে প্রোফাইল থেকে শবে বরাত নিয়ে লিখেছেন 'কুকুর পালা যেমন নাজায়েজ তেমনি শবে বরাত পালন করাও নাজায়েজ'এমন মন্তব্য করায় সোস্যাল মিডিয়ায় ধর্ম প্রান মুসলমান সহ সকল শ্রেনী পেশার মানুষের মধ্যে নিন্দার ঝড় বইছে।
সুজন প্রতিবাদ জানিয়ে পোষ্টে লিখেছেন এই নাস্তিকের বিচার আমতলীর জনগন করবে ইনশাল্লাহ। আমতলীতেও মিলল নাস্তিক।
একটা ভিডিওতে দেখা যায় এমন কটুক্তি করে রাসেল নামে ঐ যুবক আমতলী বাধঘাট মাছ বাজার মসজিদ মুসুল্লীদের তোপের মুখে পড়ে, কটুক্তিকারী স্বীকার করে জবাবে বলেন, ইউএনও স্যারের কাছে আসেন আমার ভুল হলে আমি শাস্তি মেনে নেব,যদি আপনাদের ভুল হয় তবে কি হবে??এমন ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাসছে।
এ বিষয়ে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম বলেন, এটা আমি দেখেছি আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।গ্রেফতারের প্রক্রিয়া চলছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি)মোঃ আরিফুল ইসলাম বলেন,বিষয়টি জেনেছি তা বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোঃ রুবেল হুসাইন
বরগুনা জেলা - প্রতিনিধি
০১৭১২৩৫০১৭০।