দিনব্যাপী বিএনপির নানা কর্মসূচি ঘিরে মুন্সীগঞ্জে উৎসবের আমেজ
মোঃ সাখাওয়াত হোসেন মানিক
মুন্সীগঞ্জে জেলা বিএনপির নব গঠিত আহবায়ক কমিটির গণ সংবর্ধনা ও দিনব্যাপী কর্মসূচি ঘিরে উৎসবের নগরীতে হয়েছে মুন্সীগঞ্জ। নেতাকর্মীরা হয়েছে উজ্জীবিত। বুধবার সকাল থেকেই নেতাকর্মীদের পদচারণা ও আনন্দ মিছিলে মুখরিত হতে থাকে শহর ও শহরতলী। এই কর্মসূচি আগামী জাতীয় নির্বাচনের প্রাক প্রস্তুতি বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।
নেতাকর্মীরা জানান,এক সময়ের বিএনপির দূর্গ হিসেবে পরিচিত মুন্সীগঞ্জে জেলা বিএনপির ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি সম্প্রতি ঘোষণা করে কেন্দ্র। এতে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী বর্ষীয়ান রাজনীতিবিদ মিজানুর রহমান সিনহাকে আহবায়ক ও মহিউদ্দিন আহমেদকে সদস্য সচিব ঘোষণা করা হয়। এতে নতুন উদ্দীপনার ছোঁয়া লাগে নেতাকর্মীদের মাঝে।
বুধবার বিকালে মুন্সীগঞ্জ শহরের কৃষি ব্যাংক চত্ত্বরে আয়োজন করা হয় নব গঠিত কমিটির গণসংবর্ধনা। নেতাকর্মীদের ঢল নামে শহরে। খন্ড খন্ড মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয় অনুষ্ঠানস্থলে।উজ্জীবিত নেতাকর্মীদের একাট্টা মনোভাব আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রাক প্রস্তুতি বলে মনে করছেন নেতাকর্মীরা।
অনুষ্ঠানে ঐক্যবদ্ধ থেকে দেশ পরিচালনার জন্য প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ।
এছাড়া বিগত ফ্যাসিস্ট সরকার ও বর্তমান অন্তবর্তীকালীন সরকারের কঠোর সমালোচনা করে দ্রুত নির্বাচন দেওয়ার দাবী জানান মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সিনিয়র বিএনপি নেতা মিজানুর রহমান সিনহা।
এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-মাওয়া মহাসড়ক,সিরাজদিখান,লৌহজং ও টঙ্গিবাড়ী উপজেলার অন্তত ১৮ টি পয়েন্টে গাড়ি শোভাযাত্রা করে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করে নব গঠিত কমিটির সদস্যরা।