নিয়ম বহির্ভূত ভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ।
আব্দুল্লাহ আল মোমিন
পাবনার ফরিদপুর উপজেলাধীন ধানুয়াঘাটা ইউনুছ আলী ডিগ্রি কলেজে সরকারি বিধিমালা লংঘন ও নিয়ম বহির্ভূত ভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে কলেজের অধ্যক্ষ অবসরে যাওয়ার কারনে উক্ত কলেজের জৈষ্ঠ সহকারি অধ্যাপক (দর্শন বিভাগ) মোছা: নাজমুন নাহার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রাপ্ত হন। ২০২৪সালে হজে যাওয়ার সময় তার এই দায়িত্ব পালনের ক্ষমতা তিনি পরবর্তী জৈষ্ঠ সহকারি অধ্যাপক (অর্থনীতি বিভাগ) মো: সাদরুল আমিন খানের উপর অর্পন করেন। হজ করে ফিরে আসার পর দায়িত্ব বুঝে নেয়ার আগেই জুলাই-আগষ্টের ছাত্র জনতার আন্দোলনে রাষ্ট্র ক্ষমতার পট পরিবর্তন হয়। ৫আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি ভেঙ্গে দিয়ে এডহক কমিটি গঠন করা হয়। এসময় ক্ষমতার প্রভাব খাটিয়ে রবিউল ইসলাম রবি, আরিফ, শরীফ, জামাল, মাবুল, মোক্তার গংরা এডহক কমিটি করেন। এই এডহক কমিটি গত ১জানুয়ারি সাতজন জৈষ্ঠ সহকারি অধ্যাপককে উপেক্ষা করে আব্দুল মজিদ নামে জৈষ্ঠ্যতার সিরিয়ালে ৮নং ক্রমিকের একজন সহকারি অধ্যাপককে সরকারি বিধিমালা উপেক্ষা করে নিয়ম বহির্ভূত ভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব অর্পন করেছেন।
এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক, অবিভাবক ও ছাত্রছাত্রীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ ব্যাপারে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর রাজশাহী অঞ্চলের পরিচালক ও পাবনা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।