দীর্ঘ দেড় যুগ পর চট্টগ্রামের প্যারেড ময়দানে অনুষ্ঠিত হবে বহুল আলোচিত  সাঈদী  ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল

নিউজ ডেস্ক | সংবাদ ৫২ .কম
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২৫
ক্যাটাগরি : সর্বশেষ সংবাদ
পোস্টটি শেয়ার করুন
Sangbad52

দীর্ঘ দেড় যুগ পর চট্টগ্রামের প্যারেড ময়দানে অনুষ্ঠিত হবে বহুল আলোচিত  সাঈদী  ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল

 

 

এম ইমরান বিন ইসলাম, চট্টগ্রাম জেলা প্রতিনিধি :

 

সুদীর্ঘ দেড় যুগ তথা ১৮ বছর পর চট্টগ্রামের প্যারেড ময়দানে অনুষ্ঠিত হবে বহুল আলেচিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। যে মাহফিল চট্টগ্রাম ও তার আশ-পাশের এলাকার মানুষের কাছে পরিচিতি দেলোয়ার হোসেন সাঈদীর মাহফিল। অতীতে চট্টগ্রাম ইসলামি সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত এই মাহফিলটি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মাহফিল নামে বিশেষ ভাবে পরিচিত ছিল।  

 

আগামীকাল সোমবার (২৭ জানুয়ারি) ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এ মাহফিল শুরু হবে। পাঁচ দিনব্যাপী এ মাহফিলে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা যায়। এ ছাড়া জনপ্রিয় ইসলামী বক্তা সাইয়েদ কামাল উদ্দিন জাফরী ও বর্তমান তরুণদের আইডল মাওলানা মিজানুর রহমান আজহারীসহ আরো বেশ কয়েকজন ইসলামী বক্তা উপস্থিত থাকবেন।

 

সূত্রে জানা যায়, মাহফিলের প্রস্তুতির সর্বশেষ অবস্থা জানাতে গতকাল শনিবার (২৫ জানুয়ারি) নগরীর চকবাজার এলাকার একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ। এতে পরিষদের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ তাহের বলেন, মাহফিল সফল করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নগরবাসীর মধ্যে মাহফিল নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, মাহফিলের মূল প্যান্ডেলে পুরুষ শ্রোতাদের জন্য বসার ব্যবস্থা থাকবে। এ ছাড়া অতিথি ও সাংবাদিকদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। শৃঙ্খলা রক্ষায় কয়েক হাজার স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে। মূল প্যান্ডেলের বাইরে পার্শ্ববর্তী মহসিন কলেজ, কাজেম আলী স্কুল, উত্তরে কিশলয় কমিউনিটি সেন্টার এবং কাপাসগোলা কলেজসহ কয়েকটি স্থানে নারীদের জন্য পৃথক ব্যবস্থা রয়েছে। প্যারেড ময়দানের চারপাশে এলইডি স্ক্রিনে মাহফিল সম্প্রচার করা হবে। এ ছাড়া নগরের আন্দরকিল্লা, জামালখান, মেডিকেল কলেজ এবং চকবাজারসহ পার্শ্ববর্তী এলাকায় মাহফিল শোনার ব্যবস্থা থাকবে।

 

মাহফিলে অংশগ্রহণের জন্য নগরবাসীকে আমন্ত্রণ জানিয়ে আয়োজকরা আশা প্রকাশ করছেন, এটি ইসলামী ঐক্য ও সৌহার্দ্য জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিষদের সহ সভাপতি মুহাম্মদ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন এবং প্রচার বিভাগের দায়িত্বশীল মুহাম্মদ উল্লাহ।

 

এর আগে ২০০৬ সালে সর্বশেষ প্যারেড ময়দানে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর রাজনৈতিক পরিস্থিতির কারণে আর মাহফিলের আয়োজন করতে পারেনি পরিষদটি। প্রায় দেড় যুগ তথা ১৮ বছর পর পুনরায় এ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই চট্টগ্রাম সহ তার আশপাশের এলাকার দূরদূরান্ত থেকে লক্ষ লক্ষ কোরআন প্রেমী মানুষের সমাগম হবে বলে আশা করেন মাহফিল আয়োজক কর্তৃপক্ষ। 

 

 

রিপোর্ট : এম ইমরান বিন ইসলাম, চট্টগ্রাম জেলা প্রতিনিধি, চট্টগ্রাম। 

তাং: ২৬/০১/২৫ইং,০১৩০২০৫৯৯৪০।


Comments



আহত ছাত্রলীগ কর্মীর…

বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯

সিরাজদিখানে মুক্তিযোদ্ধার…

সোমবার, ২৯ জুলাই, ২০১৯

লক্ষ্মীপুরে বিয়ের দাবিতে…

মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯

ফারিয়ার একাধিক চমক

মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০

চট্টগ্রাম মেডিক্যাল…

রবিবার, ০৭ জুন, ২০২০

গরিব পরিবারের ছেলে থেকে…

রবিবার, ১৮ আগস্ট, ২০১৯

শ্রীনগর উপজেলার শেখ…

শনিবার, ২২ জুলাই, ২০২৩

দৈনিক আলোকিত সকাল সফলতার…

বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯

জি মিউজিকের গানে আফরোজা…

শনিবার, ২৫ মার্চ, ২০২৩

'ভুল ভুলাইয়া টু'তে অভিনয়…

শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯

গজেরিয়ার বাউসিয়ায়…

বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

শ্রীনগরে ভ্রাম্যমাণ…

শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯

এনআরসি নিয়ে উদ্বিগ্ন…

শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯

হযরত শেখ আহাম্মেদ আবুল…

রবিবার, ০৭ মার্চ, ২০২১

লৌহজংয়ে আ.লীগের বর্ধিত…

শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১

পদ্মায় ঘুরতে এসে প্রাণ…

বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১

এবারের হজ্ব সীমিত আকারে…

মঙ্গলবার, ০৯ জুন, ২০২০

লৌহজংয়ে এসএসসি পরীক্ষার্থীর…

শুক্রবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৯

চান্দের চরে রাস্তার…

বৃহস্পতিবার, ০৮ আগস্ট, ২০১৯

লৌহজংয়ে আওয়ামীলীগের…

শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১

জরিপ

বাংলাদেশের জনগণ কখনো ভুল ভোট দেয় না, তাই এসব নিয়ে যুক্তরাজ্যের দুশ্চিন্তার কোনো কারণ নেই।—পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের এই বক্তব্যের সঙ্গে আপনি কি একমত?

মন্তব্য নেই
না
হ্যাঁ

নামাজের সময়সূচি

২০ এপ্রিল, ২০২৫
ফজর৫:২০
জোহর১২:১২
আসর৪:৪৩
মাগরিব৫:৪৯
ইশা৭:০১
সূর্যাস্ত : ৫:৪৯সূর্যোদয়: ৬:৩৭