দীর্ঘ দেড় যুগ পর চট্টগ্রামের প্যারেড ময়দানে অনুষ্ঠিত হবে বহুল আলোচিত সাঈদী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল
এম ইমরান বিন ইসলাম, চট্টগ্রাম জেলা প্রতিনিধি :
সুদীর্ঘ দেড় যুগ তথা ১৮ বছর পর চট্টগ্রামের প্যারেড ময়দানে অনুষ্ঠিত হবে বহুল আলেচিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। যে মাহফিল চট্টগ্রাম ও তার আশ-পাশের এলাকার মানুষের কাছে পরিচিতি দেলোয়ার হোসেন সাঈদীর মাহফিল। অতীতে চট্টগ্রাম ইসলামি সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত এই মাহফিলটি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মাহফিল নামে বিশেষ ভাবে পরিচিত ছিল।
আগামীকাল সোমবার (২৭ জানুয়ারি) ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এ মাহফিল শুরু হবে। পাঁচ দিনব্যাপী এ মাহফিলে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা যায়। এ ছাড়া জনপ্রিয় ইসলামী বক্তা সাইয়েদ কামাল উদ্দিন জাফরী ও বর্তমান তরুণদের আইডল মাওলানা মিজানুর রহমান আজহারীসহ আরো বেশ কয়েকজন ইসলামী বক্তা উপস্থিত থাকবেন।
সূত্রে জানা যায়, মাহফিলের প্রস্তুতির সর্বশেষ অবস্থা জানাতে গতকাল শনিবার (২৫ জানুয়ারি) নগরীর চকবাজার এলাকার একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ। এতে পরিষদের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ তাহের বলেন, মাহফিল সফল করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নগরবাসীর মধ্যে মাহফিল নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, মাহফিলের মূল প্যান্ডেলে পুরুষ শ্রোতাদের জন্য বসার ব্যবস্থা থাকবে। এ ছাড়া অতিথি ও সাংবাদিকদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। শৃঙ্খলা রক্ষায় কয়েক হাজার স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে। মূল প্যান্ডেলের বাইরে পার্শ্ববর্তী মহসিন কলেজ, কাজেম আলী স্কুল, উত্তরে কিশলয় কমিউনিটি সেন্টার এবং কাপাসগোলা কলেজসহ কয়েকটি স্থানে নারীদের জন্য পৃথক ব্যবস্থা রয়েছে। প্যারেড ময়দানের চারপাশে এলইডি স্ক্রিনে মাহফিল সম্প্রচার করা হবে। এ ছাড়া নগরের আন্দরকিল্লা, জামালখান, মেডিকেল কলেজ এবং চকবাজারসহ পার্শ্ববর্তী এলাকায় মাহফিল শোনার ব্যবস্থা থাকবে।
মাহফিলে অংশগ্রহণের জন্য নগরবাসীকে আমন্ত্রণ জানিয়ে আয়োজকরা আশা প্রকাশ করছেন, এটি ইসলামী ঐক্য ও সৌহার্দ্য জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিষদের সহ সভাপতি মুহাম্মদ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন এবং প্রচার বিভাগের দায়িত্বশীল মুহাম্মদ উল্লাহ।
এর আগে ২০০৬ সালে সর্বশেষ প্যারেড ময়দানে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর রাজনৈতিক পরিস্থিতির কারণে আর মাহফিলের আয়োজন করতে পারেনি পরিষদটি। প্রায় দেড় যুগ তথা ১৮ বছর পর পুনরায় এ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই চট্টগ্রাম সহ তার আশপাশের এলাকার দূরদূরান্ত থেকে লক্ষ লক্ষ কোরআন প্রেমী মানুষের সমাগম হবে বলে আশা করেন মাহফিল আয়োজক কর্তৃপক্ষ।
রিপোর্ট : এম ইমরান বিন ইসলাম, চট্টগ্রাম জেলা প্রতিনিধি, চট্টগ্রাম।
তাং: ২৬/০১/২৫ইং,০১৩০২০৫৯৯৪০।