তরুণদের লক্ষ্য উদ্দেশ্য ঠিক থাকলে জয় আসবেই: চট্টগ্রামে জেলা প্রশাসক

নিউজ ডেস্ক | সংবাদ ৫২ .কম
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২৫
ক্যাটাগরি : সর্বশেষ সংবাদ
পোস্টটি শেয়ার করুন
Sangbad52

তরুণদের লক্ষ্য উদ্দেশ্য ঠিক থাকলে জয় আসবেই: চট্টগ্রামে জেলা প্রশাসক

 

এম ইমরান বিন ইসলাম,

চট্টগ্রাম জেলা প্রতিনিধি :

 

 

চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম বলেছেন, প্রতিযোগিতায় জয়-পরাজয় থাকবে, তবে প্রতিযোগিতায় অংশগ্রহণটাই আসল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তরুণ শিক্ষার্থীরা মাঠে জিতবে কিনা জানতো না, কিন্তু তারা জয়ের টার্গেট নিয়ে মাঠে ছিল।

 

গতকাল বুধবার (২২ জানুয়ারি) সকালে জেলা প্রশাসনের আয়োজনে এবং এলজিইডি, ডিপিএইচই ও জেলা পরিষদ চট্টগ্রামের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ‘তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, তরুণদের আগামীতে আমাদের আসনটা ছেড়ে দিবো, তরুণরা সেটা পালন করবে। সেভাবে তোমাদের শিক্ষা ও কর্মের মাধ্যমে তৈরি হতে হবে। আমরা তরুণদের দিয়ে আগামীতে সমৃদ্ধির বাংলাদেশ গড়তে চাই।   

 

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (এলজিইডি) কাজী গোলাম মোস্তাফা। তিনি বলেন, তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ সম্পর্কে বলতে চাই তারুণ্যের শক্তিতে এদেশে আসবে টেকসই মুক্তি, অর্জিত হবে সাম্য এবং মানবিক মর্যাদার চিরস্থায়ী বন্দোবস্ত। তাই আজ সময় এসেছে তারুণ্যের ভাবনায় বাংলাদেশ বির্নিমাণের শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। পড়াশোনার কোন বিকল্প নেই, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান দুর্বল হয়ে গেলেও তারা ঘুরিয়ে দাড়িয়েছে। তাই ইচ্ছা শক্তির মাধ্যমে নিজেদের উন্নতির শিখরে নিয়ে যেতে পারে। এই কর্মশালার মাধ্যমে তরুণরা এই উৎসবের মাধ্যমেই দেশ গড়বে। দেশ গড়ার জন্যই আমরা এই তারুণ্যের উৎসবের আয়োজন করেছি।

 

তিনি বলেন, সমাজ বিনির্মাণে তরুণরা ভূমিকা রাখবে। তারা পড়াশুনায়, সমাজ সংস্কার, সমাজের ত্রুটি বিচ্যুতি সংশোধনে মনযোগী হবে এবং সেগুলো আমাদের মাঝে তুলে ধরবে। সে অনুযায়ী রাষ্ট্র এসব বিষয়ে ব্যবস্থা নিবে বলে আমরা বিশ্বাস করি। আজকের তরুণ সমাজরা হচ্ছে আগামী দিনের নতুন বাংলাদেশের কর্ণধার। তাদের সার্বিক উন্নয়নে বর্তমান সরকার নানামুখী কর্মকাণ্ড বাস্তবায়ন করছে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এলজিইডি চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাসান আলী, উপপরিচালক, স্থানীয় সরকার মো. নোমান হোসেন, ডিপিএইচই চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী পলাশ চন্দ্র দাস, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান প্রমুখ।

 

শিক্ষার্থীরা কর্মশালায় প্রেজেন্টেশনের মাধ্যমে দেশের ট্যুরিজমের সুযোগ ও সমস্যা, নাগরিকের অধিকার, ভোটিং সিস্টেম বিকেন্দ্রীকরণ, নির্বাচনে রেমিট্যান্স যোদ্ধাদের অংশগ্রহণ, সঠিক সংবিধান গঠন, দুর্নীতিমুক্ত সমাজ, কোটামুক্ত চাকরি, বাস ও বিমান টিকেট সহজলভ্য, কৃষিতে উন্নতি, কৃষকদের ন্যায্য দাম, ট্রাফিক আইন, ডিজিটাল শিক্ষাব্যবস্থা উন্নতিকরণ, শিক্ষার্থীদের দক্ষতা, সুশাসন নিশ্চিন্তকরণসহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন।

 

কর্মশালায় শিক্ষার্থীদের মধ্য 'সেরা আইডিয়া' উপস্থাপনের মাধ্যমে উপজেলা পর্যায়ে সাতকানিয়া উপজেলা প্রথম স্থান, সন্দ্বীপ উপজেলা দ্বিতীয় স্থান এবং লোহাগাড়া উপজেলা তৃতীয় স্থান অর্জন করেছে এবং পৌরসভা পর্যায়ে রাউজান পৌরসভা পর্যায়ে রাউজান পৌরসভা প্রথম স্থান, সাতকানিয়া পৌরসভা দ্বিতীয় স্থান এবং মিরসরাই পৌরসভা তৃতীয় স্থান অর্জন করেছে।  

 

এতে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করেন জেলা প্রশাসক ফরিদা খানম।

 

রিপোর্ট : এম ইমরান বিন ইসলাম, চট্টগ্রাম জেলা প্রতিনিধি। 

তাং: ২৩/০১/২৫ইং,০১৩০২০৫৯৯৪০


Comments



আহত ছাত্রলীগ কর্মীর…

বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯

সিরাজদিখানে মুক্তিযোদ্ধার…

সোমবার, ২৯ জুলাই, ২০১৯

লক্ষ্মীপুরে বিয়ের দাবিতে…

মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯

ফারিয়ার একাধিক চমক

মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০

চট্টগ্রাম মেডিক্যাল…

রবিবার, ০৭ জুন, ২০২০

গরিব পরিবারের ছেলে থেকে…

রবিবার, ১৮ আগস্ট, ২০১৯

শ্রীনগর উপজেলার শেখ…

শনিবার, ২২ জুলাই, ২০২৩

দৈনিক আলোকিত সকাল সফলতার…

বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯

জি মিউজিকের গানে আফরোজা…

শনিবার, ২৫ মার্চ, ২০২৩

'ভুল ভুলাইয়া টু'তে অভিনয়…

শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯

গজেরিয়ার বাউসিয়ায়…

বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

শ্রীনগরে ভ্রাম্যমাণ…

শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯

এনআরসি নিয়ে উদ্বিগ্ন…

শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯

হযরত শেখ আহাম্মেদ আবুল…

রবিবার, ০৭ মার্চ, ২০২১

লৌহজংয়ে আ.লীগের বর্ধিত…

শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১

পদ্মায় ঘুরতে এসে প্রাণ…

বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১

এবারের হজ্ব সীমিত আকারে…

মঙ্গলবার, ০৯ জুন, ২০২০

লৌহজংয়ে এসএসসি পরীক্ষার্থীর…

শুক্রবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৯

চান্দের চরে রাস্তার…

বৃহস্পতিবার, ০৮ আগস্ট, ২০১৯

লৌহজংয়ে আওয়ামীলীগের…

শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১

জরিপ

বাংলাদেশের জনগণ কখনো ভুল ভোট দেয় না, তাই এসব নিয়ে যুক্তরাজ্যের দুশ্চিন্তার কোনো কারণ নেই।—পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের এই বক্তব্যের সঙ্গে আপনি কি একমত?

মন্তব্য নেই
না
হ্যাঁ

নামাজের সময়সূচি

২০ এপ্রিল, ২০২৫
ফজর৫:২০
জোহর১২:১২
আসর৪:৪৩
মাগরিব৫:৪৯
ইশা৭:০১
সূর্যাস্ত : ৫:৪৯সূর্যোদয়: ৬:৩৭