লৌহজংয়ে পুলিশের অভিযানে ৯ বতল বিদেশি মদ উদ্ধার, আটক ১
মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদকবিরোধী অভিযানে ৯ বোতল মদসহ একজনকে আটক করেছে পুলিশ। গত ২৩ জানুয়ারি ২০২৫ (মঙ্গলবার) রাত ২টার দিকে লৌহজং থানার পুলিশ দক্ষিণ মশদগাঁও গ্রামে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে আসামি মো. লিয়াকত হোসেন খান (৩৭), পিতা- আ. ছাত্তার খান ও মাতা- নাজমা বেগমের বসতবাড়ি থেকে ৯ বোতল মদ উদ্ধার করা হয়। বাড়ির টিনের ঘরের উত্তর পাশের বারান্দার পূর্ব দিকের খাটের নিচে লুকিয়ে রাখা মদগুলো পাওয়া যায়। এর মধ্যে ৮ বোতল হুইস্কি ও ১ বোতল ভদকা রয়েছে। উদ্ধারকৃত মদের মোট পরিমাণ ৬ লিটার ৭৫০ মিলিলিটার, যার বাজারমূল্য প্রায় ৩৬,০০০ টাকা।
লৌহজং থানার ওসি জানান, মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এরই অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।