ফকিরহাট ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
রুমান শেখ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাটে "ফকিরহাট ফাউন্ডেশন" এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) দুপুর ২টাই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে ফকিরহাট ফাউন্ডেশনের আহ্বায়ক অধ্যাপক মোফাজ্জল হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান।
এসময় অধ্যাপক হায়দার আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আলমগীর কবির, শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবু হেনা মোঃ রফিকুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শোভা রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অতিশ সরদার, উপজেলা প্রকল্প কর্মকর্তা ইমরুল কায়েস।
উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, এধরনের মানবিক সংগঠনকে সকলের সহযোগিতা করা উচিত। আমরা সকলেই এধরনের মানবিক সংগঠনকে সহযোগিতা করব। এবং সমাজের বিত্তবানরাও সহযোগিতা করবেন বলে আমরা আশাবাদী।
এসময় ফাউন্ডেশনের সদস্য, নাহিদ হাসান, এ এম জয়নাল হুসাইন, আসাদুজ্জামান, নুর আলম সিদ্দিকী জিকুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এসময় ফকিরহাটের শীতার্ত মানুষদের মাঝে ১শত কম্বল বিতরণ করা হয়।