বাহুবলে নতুন কুঁড়ি সিলেট নিউজের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী ও সুধি সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ বাহুবলের জনপ্রিয় অনলাইন পোর্টাল " নতুন কুঁড়ি সিলেট নিউজ" এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৫ জানুয়ারি বুধবার বিকাল ৩ টার দিকে বাহুবল নিউ বিছমিল্লাহ হোটেলের ২য় তলা পার্টি সেন্টারে সূ বিশাল এক কেক কাটার মধ্য দিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নতুন কুঁড়ি সিলেট নিউজ এর সম্পাদক ছাদিকুর রহমান এর সভাপতিত্বে ও বার্তা সম্পাদক এফ আর হারিছ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাহুবলের বিশিষ্ট দানশীল ব্যাক্তি নিরঞ্জন সাহা নিরু, মিরপুর সানশাইন মডেল হাই স্কুল এর পরিচালক এম শামছুদ্দিন, বাহুবল উপজেলা যুবদল এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক ( দক্ষিণ) আব্দুর আহাদ কাজল, সাবেক ছাত্রদল নেতা ফারুক আহমেদ, সিনিয়র সাংবাদিক এম সাজিদুর রহমান প্রমুখ। পরে আমন্ত্রিত অতিথিদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
।