পাঁচবিবিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মোঃ আল-আমিন
জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠান আজ সোমবার বিকেলে ঐতিহ্যবাহী উচাই জেরকা এস,সি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আটাপুর ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি অধ্যক্ষ নওশাদ আলী।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব ফয়সাল আলীম। খেলা উদ্বোধন করেন জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মন্ডল।
বিশেষ অতিথি জেলা ছাত্রদলের সাবেক সাংগাঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল,
উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, উপজেলা বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক আবুল হোসেন, জয়পুরহাট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল আলম সজল, পৌর বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক আবুল খায়ের স্বপন, সাবেক সহ সভাপতি দেওয়ান মোঃ শাহাদত হোসেন, বালিঘাটা ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক সাইদুর রহমান ও থানা যুবদলের সাবেক সভাপতি প্রভাষক সামছুল হুদা দুলাল প্রমুখ।
উদ্বোধনী খেলায় বগুড়া জেলার দুঁপচাচিয়া উপজেলার ফুটবল একাডেমি ও দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ফুটবল একাডেমি পরস্পরের মোকাবিলা করে। এ টুর্নামেন্টে রাজশাহী ও রংপুর বিভাগের ৮টি দল অংশগ্রহণ করবে।
।